Exclusive: সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্কুলের জমি দখলের চেষ্টা, হুমকি নিরাপত্তারক্ষীদের, থানায় অভিযোগ দায়ের

Last Updated:

Sourav Ganguly: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি দখলের চেষ্টা। অভিযোগ বাটানগরে সৌরভের খালি জমি দখলের চেষ্টা করছে এক দুষ্কৃতী। ঘটনায় হুমকির মুখে সৌরভের পিএ ও নিরাপত্তারক্ষীরা।

কলকাতা: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি দখলের চেষ্টা। অভিযোগ বাটানগরে সৌরভের খালি জমি দখলের চেষ্টা করছে এক দুষ্কৃতী। বেশ কিছু দিন ধরেই নানারকমভাবে চেষ্টা চালাচ্ছে ওই দুষ্কৃতী। জমির তালা ভেঙে অসামাজিক কাজকর্ম করার অভিযোগও উঠেছে ওই দুষ্কৃতী ও তার দলবলের বিরুদ্ধে। বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়। ঘটনায় ইতিমধ্যেই মহেশতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাটানগর এর একটি জমি রয়েছে। যে জমিতে স্কুল তৈরি হওয়ার কথা রয়েছে। জায়গা ঘিরে তালা দেওয়া হয়েছিল। তবে সৌরভের পিএ তানিয়া ভট্টাচার্যের অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী সেই জমিতে তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিল। অভিযোগ, জমিতে জবরদস্তি ঢুকতে গেলে বাধা দিলে সৌরভের নিরাপত্তারক্ষীদের মারধরও করা হয়। নিরাপত্তার যে দায়িত্বে আছে তাকেও ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
advertisement
advertisement
তানিয়া ভট্টাচার্যের আরও অভিযোগ, ফোন করে তাঁকেও রীতিমত হুমকি দেওয়া হয়েছে। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত থাকেননি, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ। পুরো ঘটনায় অভিযোগের তির সুপ্রিয় নামে এক ব্যক্তির দিকে। ইতিমধ্যেই মূল অভিযুক্তের বিরুদ্ধে মহেশতলা থানায় এফআইআর দায়ের করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের পিএ তানিয়া ভট্টাচার্য। তদন্ত শুরু করেছে পুলিশ।
বাংলা খবর/ খবর/খেলা/
Exclusive: সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্কুলের জমি দখলের চেষ্টা, হুমকি নিরাপত্তারক্ষীদের, থানায় অভিযোগ দায়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement