আরও পড়ুন: আর্সেনিকযুক্ত জল খেয়ে পেটের সমস্যায় কাহিল মুস্তফানগরবাসী
নৈহাটির জেটিয়া পঞ্চায়েতের নান্না এলাকায় একটি বাড়িতে নির্মাণ কাজ চলছে। সেখানেই নতুন তৈরি কার্নিসের ঢালাইয়ের কাঠ খুলতে উঠেছিলেন বালি ভকত। কিন্তু পা হড়কে তিনি কোনভাবে উপর থেকে নিচে পড়ে যান। অভিযোগ এই ধরনের বিপজ্জনক কাজ চললেও আইন মেনে উপযুক্ত নিরাপত্তার কোনও বন্দোবস্ত রাখেননি ঠিকাদার। গুরুতর আহত অবস্থায় ওই ঠিকা শ্রমিককে সহকর্মীরা স্থানীয় নান্না হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে কল্যাণীর জহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে সেখানেই ওই তরুণ শ্রমিক মারা যান।
advertisement
মৃত শ্রমিকের পরিবারের অভিযোগ, ঠিকাদার হাসপাতালে ভর্তি করে বাড়িতে ফোন করে খবর দেয়। তারপর থেকে আর কোনও যোগাযোগ করেনি। এমনকি মৃত্যুর পর ওই ঠিকাদারকে ফোন করলে তাঁর কোনও দায়িত্ব নেই বলে জানিয়ে দেন, এমনই দাবি মৃতের দাদার। একইসঙ্গে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেন তিনি। এদিকে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত ওই নির্মীয়মান বাড়ির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
অরুণ ঘোষ






