বেসরকারি ওই কোম্পানি তাদের দীর্ঘদিন ধরে আশ্বাস দিয়ে কাজ করিয়ে নিলেও কোন পয়সা দেয়নি এখনো। এর প্রতিবাদেই রাস্তায় নেমে বিক্ষোভ অবরোধ কর্মসূচি গ্রহণ করতে হয়েছে এই অস্থায়ী কর্মীদের। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। স্তব্ধ হয়ে যায় বারাসত ব্যারাকপুর রোড।
আরও পড়ুনঃ মিলবে জল যন্ত্রণা থেকে মুক্তি, কাজের গতি আনতে পরিদর্শনে স্বয়ং বিধায়ক!
advertisement
তিনশোর উপর অস্থায়ী কর্মীসহ আরো অন্যান্য কর্মীরা ও এই বেসরকারি কোম্পানির থেকে বহু টাকা পান বলেও জানা গিয়েছে। এরপরই ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিয়ে, নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রশাসন মিলে আশ্বাস দেন কোম্পানির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার।
আরও পড়ুনঃ রাজ্যের প্রথম পুরুষ নার্সিং কলেজ হচ্ছে অশোকনগরে, চলছে শেষ পর্যায়ের কাজ
দু এক দিনের মধ্যে এই বিষয়ে কোন সমাধান সূত্র বের করার চেষ্টা করা হবে বলেও জানানো হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। আশ্বাসের পর বিক্ষোভ তুলে নিলেও পরবর্তীতে যদি কোন সমাধান সূত্র না বের হয় তবে আবারো আন্দোলনের পথেই হাঁটবেন এই অস্থায়ী কর্মীরা বলেই জানান।
Rudra Narayan Roy