আরও পড়ুন: রেলগেট পারাপারে কেটে যাচ্ছে সময়, তীব্র যানজট পুরুলিয়ায়
জেলায় মোট ৭ টি গ্রাম পঞ্চায়েতে বর্জ্য বহনকারী গাড়ি দেওয়া হয়েছে। পরবর্তীতে জেলার বাকি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিগুলিতেও দেওয়া হবে বলে জানান নারায়ণবাবু। তিনি জানান, জল জীবন মিশনে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার মধ্যে তৃতীয় স্থানে আছে উত্তর ২৪ পরগনা। গত চারমাস ধরে পঞ্চায়েত নির্বাচনের কারণে প্রশাসন কাজ করতে পারেনি, তাই কিছুটা হলেও কাজ কম হয়েছে বলে জানান নারায়ণবাবু। এখনও পর্যন্ত ৩৭ শতাংশ কাজ হয়েছে গ্রাম পঞ্চায়েতে, বাকি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে।
advertisement
পাশাপাশি, তিনি জানান জলের লাইনের বিষয়েও এখনও গ্রামাঞ্চলে কিছু অসুবিধা রয়েছে। সেই সমস্যা মিটিয়ে দ্রুত কীভাবে জল সরবরাহ স্বাভাবিক করা যায় সে বিষয়েটি দেখা হচ্ছে, ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। তবে পুরসভা এলাকার মতো পঞ্চায়েত এলাকাতেও বর্জ্য বহনকারী গাড়ি যাওয়ার ফলে এলাকা আগের থেকে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন ও রোগ মুক্ত থাকবে বলে মনে করছেন।
রুদ্রনারায়ণ রায়