আরও পড়ুন: গণেশ পুজোর আলোকসজ্জা কালচিনির অন্যতম আকর্ষণ
বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে মোট ৩,০০০ শ্রমিকদের হাতে পুজোর বোনাস তুলে দেওয়া হয়। প্রতিবছর আইএনটিটিইউসি এর পক্ষ থেকে শ্রমিকদের হাতে দুর্গোৎসব উপলক্ষে পুজোয় বোনাস দেওয়া হয়। তবে এই বছর পুজোর অনেক আগেই তাঁদের হাতে পুজোর বোনাস তুলে দেওয়া হল। বিশ্বকর্মা পুজোর দিন শ্রমিকদের হাতে এই বোনাস তুলে দেওয়া হয়। অটো, টোটো, বাস, লরি সহ বিভিন্ন যানবাহনের সঙ্গে যুক্ত শ্রমিকরা বোনাস হাতে পেয়ে খুশি হয়েছেন।
advertisement
বনগাঁ নিউ মার্কেট এলাকায় আয়োজন করা বিশ্বকর্মা পুজোয় থিম দিল্লিতে পরিবর্তন চাই। মনিপুরের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীকে ধিক্কার, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুকে পুজোর থিমের মধ্য দিয়ে তুলে ধরে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে বনগাঁ সংগঠনিক জেলা আইএনটিটিইউসি-এর নেতাদের। যদিও এমন থিমকে বাঙালির কৃষ্টি-সংস্কৃতির অবমাননা বলে ব্যাখ্যা করেছে বিরোধিতা। সেই সঙ্গে অভিযোগ এই পুজো আয়োজনের জন্য প্রত্যেক গাড়ি পিছু ১৫০ টাকা করে তোলা হয়েছে, যা থেকে প্রায় ২ কোটি টাকা উঠেছে! এদিকে এই থিম বেশ সাড়া ফেলে দিয়েছে। তা দেখতে ভিড় করছে দূর দূরান্তের মানুষ।
রুদ্রনারায়ণ রায়