TRENDING:

North 24 Parganas News: মমতা -অভিষেকের সামনে এইভাবে হাতে বোনাস পেলেন শ্রমিকেরা! বিশ্বকর্মা পুজোয় মহাচমক

Last Updated:

বিশ্বকর্মা পুজোর থিমে চমক! মমতা-অভিষেকের সামনে হাত পেতে বোনাস নিলেন শ্রমিকরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বনগাঁয় বিশ্বকর্মা পুজোয় হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! শুধু মুখ্যমন্ত্রী নন আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অবাক হবেন না, এটাই আসলে বিশ্বকর্মা পুজোর থিমের অংশ। রাজ্য রাজনীতির গোটা আবহ ফুটিয়ে তোলা হয়েছে এই বিশ্বকর্মা পুজোর থিমে। মণ্ডপের চারিদিকে মুখ্যমন্ত্রীর বড় বড় কাটাউট। রয়েছে তৃণমূল কর্মীদের দলীয় পতাকা কাঁধে করে দিল্লির দিকে যাত্রার কাটাউট‌ও। ফুটে উঠেছে ধর্মতলায় ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ থেকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের কথা। এমনকি মণ্ডপে আছে আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাটাউট। আর এভাবেই বিশ্বকর্মা পুজোয় কেন্দ্রীয় সরকার বিরোধী থিম করে সবার দৃষ্টি আকর্ষণ করলেন শ্রমিকরা। এই পুজো মণ্ডপেই মমতা ও অভিষেকের কাটা আউটের সামনে শ্রমিকদের হাতে বোনাস তুলে দিল জেলা আইএনটিটিইউসি নেতৃত্ব।
advertisement

আরও পড়ুন: গণেশ পুজোর আলোকসজ্জা কালচিনির অন‍্যতম আকর্ষণ

বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে মোট ৩,০০০ শ্রমিকদের হাতে পুজোর বোনাস তুলে দেওয়া হয়। প্রতিবছর আইএনটিটিইউসি এর পক্ষ থেকে শ্রমিকদের হাতে দুর্গোৎসব উপলক্ষে পুজোয় বোনাস দেওয়া হয়। তবে এই বছর পুজোর অনেক আগেই তাঁদের হাতে পুজোর বোনাস তুলে দেওয়া হল। বিশ্বকর্মা পুজোর দিন শ্রমিকদের হাতে এই বোনাস তুলে দেওয়া হয়। অটো, টোটো, বাস, লরি সহ বিভিন্ন যানবাহনের সঙ্গে যুক্ত শ্রমিকরা বোনাস হাতে পেয়ে খুশি হয়েছেন।

advertisement

View More

বনগাঁ নিউ মার্কেট এলাকায় আয়োজন করা বিশ্বকর্মা পুজোয় থিম দিল্লিতে পরিবর্তন চাই। মনিপুরের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীকে ধিক্কার, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুকে পুজোর থিমের মধ্য দিয়ে তুলে ধরে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে বনগাঁ সংগঠনিক জেলা আইএনটিটিইউসি-এর নেতাদের। যদিও এমন থিমকে বাঙালির কৃষ্টি-সংস্কৃতির অবমাননা বলে ব্যাখ্যা করেছে বিরোধিতা। সেই সঙ্গে অভিযোগ এই পুজো আয়োজনের জন্য প্রত্যেক গাড়ি পিছু ১৫০ টাকা করে তোলা হয়েছে, যা থেকে প্রায় ২ কোটি টাকা উঠেছে! এদিকে এই থিম বেশ সাড়া ফেলে দিয়েছে। তা দেখতে ভিড় করছে দূর দূরান্তের মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মমতা -অভিষেকের সামনে এইভাবে হাতে বোনাস পেলেন শ্রমিকেরা! বিশ্বকর্মা পুজোয় মহাচমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল