Alipurduar News: গণেশ পুজোর আলোকসজ্জা কালচিনির অন‍্যতম আকর্ষণ

Last Updated:

গণেশ পুজোয় আলোর সাজে উদ্ভাসিত কালচিনি। দেখতে ছুটে আসছে বহু মানুষ

+
title=

আলিপুরদুয়ার: আলোর রোশনাইয়ে সেজে উঠেছে কালচিনি। প্রতিবছর গণেশ চতুর্থীতে এই এলাকার আলোকসজ্জা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের বিষয় হয়ে আছে।
কালচিনির চা শ্রমিক মহল্লার অন‍্যতম বড় উৎসব গণেশ পুজো। বাগানের মোদি লাইন এলাকায় পুজোর আয়োজন করা হয়। দশদিন ধরে চলে গণেশের আরাধনা। গণেশ পুজোকে কেন্দ্র করে খুশির ধারা বয়ে যায় শ্রমিক মহল্লায়। রোজ পুজো-আরতিতে অংশগ্রহণ করেন শ্রমিক মহল্লার বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার অন‍্যতম গণেশ পুজো কালচিনি বাগানের পুজো। গোটা কালচিনি বাগানের শ্রমিক মহল্লার রাস্তা সাজিয়ে তোলা হয় আলো দিয়ে। এই আলোকসজ্জার টানে এখানে আসেন বিভিন্ন এলাকার মানুষ। এবারে কোচবিহারের আলোকশিল্পীরা আলো দিয়ে সাজিয়ে তুলেছেন এলাকাটিকে।
advertisement
advertisement
গণেশ পুজো কমিটির তরফে জয়প্রকাশ চৌধুরী জানান, সাত বছর ধরে পুজো করছি আমরা।আলোকসজ্জার দিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে। সকলে আনন্দ পেলেই আমরা খুশি। পাশাপাশি এবারে নজর দেওয়া হয়েছে মণ্ডপ সজ্জাতেও। ফুল ও থার্মোকলের নানান সামগ্রী দিয়ে সাজান হয়েছে মণ্ডপ।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: গণেশ পুজোর আলোকসজ্জা কালচিনির অন‍্যতম আকর্ষণ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement