Alipurduar News: চিতাবাঘের হামলায় গুরুতর জখম চা শ্রমিক
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ফের ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের হামলা। তার আক্রমণে গুরুতর জখম হল এক চা শ্রমিক
আলিপুরদুয়ার: প্রাণ বাঁচাতে চিতাবাঘের সঙ্গে মরণপণ লড়লেন চা শ্রমিক। টানা আধ ঘণ্টা লড়াইয়ের পর শেষপর্যন্ত মাটিতে লুটিয়ে পড়েন অবিনাশ মুণ্ডা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের আক্রমণ নতুন ঘটনা নয়। তবে সম্প্রতি চিতাবাঘের হানা বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। এদিন কালচিনির আটিয়াবাড়ি চা বাগানের ১৫ নম্বর সেকশনে কাজ করছিলেন শ্রমিক অবিনাশ মুণ্ডা। হঠাৎই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। তবে মনের সাহস ধরে রেখে তিনি লড়াই করা প্রাণে বেঁচে গিয়েছেন। যদিও গুরুতর জখম হন।
advertisement
advertisement
চা বাগানের বাকি শ্রমিকদের থেকে জানা গিয়েছে, বাগানের নালা থেকে বেরিয়ে চিতাবাঘটি অবিনাশকে আক্রমণ করে। সরাসরি মুখে থাবা বসায়। তবে বাঘে-মানুষে লড়াই চলাকালীন অবিনাশ মুণ্ডার চিৎকার শুনে বাকি শ্রমিকরা ছুটে আসেন। তাঁদের দেখে চিতাবাঘটি পালিয়ে যায়। শ্রমিকরা অবিনাশকে উদ্ধার করে প্রথমে চা বাগানের হাসপাতালে নিয়ে যান। এরপর সেকান থেকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বাগানের শ্রমিকরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 19, 2023 2:14 PM IST









