আরও পড়ুন: অনলাইন নাকি অফলাইন পরীক্ষা? ২ মেরুতে বিভক্ত সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
মাঠে-ঘাটে কাজ করে কোনওক্রমেই যা উপার্জন হয় তাতেই সংসার চালান। সেখানে হঠাৎই এতগুলো টাকা অ্যাকাউন্টে ঢোকায় স্বাভাবিকভাবেই অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে পড়েছেন। মাসিক কিস্তি দেওয়ার জন্য টাকা তুলতে গিয়ে, মিনি স্টেটমেন্ট দেখেই হতবাক ওই যুবক। প্রতিবেশীরাও ঘটনাটি জানার পর রীতিমতো এলাকায় চাঞ্চল্য পড়ে যায়। বাইরে কিছুদিন কাজ কড়েছিলেন সুদীপ্ত হাজরা তবে মায়ের মৃত্যুর পরে ফিরে আসেন তিনি এরপর মাঠে-ঘাটে কাজ করতেন। হঠাৎই তার অ্যাকাউন্টে এত বিপুল অঙ্কের টাকা ঢুকে যাওয়ায় স্তম্ভিত তার পরিবারের সদস্যরাও।
advertisement
আরও পড়ুন: ১০০ দিনের প্রশিক্ষণপ্রাপ্ত 'এই' শ্রমিকরা এ বারে কী কাজ পাবেন? জানুন আপনিও...
এত টাকা কোনওদিন চোখেও দেখেননি। ভাবতে পারেননি তার অ্যাকাউন্টে কোনদিন এতগুলো টাকা ঢুকবে। বিষয়টি এখন সম্পূর্ণভাবে হজম হয়নি সুদীপ্তর। ইতিমধ্যেই তার বাড়িতে ভিড় জমিয়েছেন পাড়া-প্রতিবেশীরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনায় হাবরা থানার দ্বারস্থ হয়েছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।