গ্রামবাসীদের অভিযোগ, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যে আশাকর্মীকে নিয়োগ করার কথা ছিল, তাঁকে চাকরি না দিয়ে টাকার বিনিময়ে বিএমওএইচ অন্য এক মহিলাকে চাকরি দিয়েছেন।
আরও পড়ুন: ভাটপাড়ায় ফের উদ্ধার ১০ টি তাজা বোমা
বনগাঁ ব্লকে মোট ২২ জন আশাকর্মী নিয়োগ করার কথা। কিন্তু টাকা নিয়ে অনেককেই বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন বিএমওএইচ, এমনই দাবি গ্রামবাসীদের। অভিযুক্ত বিএমওএইচ-কে গ্রেফতারের দাবি জানিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
advertisement
আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে সরকারি নিয়ম হল, যে এলাকায় নিয়োগ হবে, কেবলমাত্র সেই গ্রামের বাসিন্দারাই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে তাঁদেরকেই প্রাধান্য দেওয়া হবে বলে স্পষ্ট নির্দেশ আছে সরকারে। একান্ত যদি সংশ্লিষ্ট গ্রাম থেকে কোনও আবেদন জমা না পড়ে, তবেই পাশের গ্রামের যোগ্য আবেদনকারীকে আশাকর্মী হিসেবে নিয়োগ করা যাবে। গোপালনগর গঙ্গানন্দপুর সুস্বাস্থকেন্দ্রের আশাকর্মী পদের জন্য পাশের গ্রামগুলি থেকেও আবেদন জমা পড়েছিল। যদিও নিয়ম অনুযায়ী তাঁদের আবেদনপত্র বাতিল হয়ে যাওয়ার কথা। কারণ সংশ্লিঊ মামুদপুর গ্রাম থেকে রোজিনা মণ্ডল আবেদন করেছিলেন। তাই সরকারি নিয়ম মেনে তাঁকেই নিয়োগ করার কথা, এমনটাই দাবি গ্রামবাসীদের। কিন্তু বিএমওএইচ তা করেননি বলেই জানা গিয়েছে। ঘণ্টা দুয়েক এই বিক্ষোভ চলার পর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সুস্বাস্থ্য কেন্দ্রের তালা খুলে আবার পরিষেবা শুরু হয়।
রুদ্রনারায়ণ রায়