North 24 Parganas News: ভাটপাড়ায় ফের উদ্ধার ১০ টি তাজা বোমা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
কয়েকদিন আগেই ভাটপাড়ার ৩২ নম্বর ওয়ার্ড থেকে ৩০ টি তাজা বোমা উদ্ধার হয়। শুক্রবার পুলিশের তল্লাশিতে ১৪ নম্বর ওয়ার্ডের ১৫ নম্বর গলি থেকে উদ্ধার হল ১০ টি তাজা বোমা।
উত্তর ২৪ পরগনা: অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছে। আর তাতে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। অর্জুনের ঘর ওয়াপসির পর এই এলাকায় বিজেপি রীতিমত কোণঠাসা হয়ে পড়েছে বলে দাবি তৃণমূলের। কিন্তু তাতে যে ভাটপাড়ার পরিস্থিতির কোনও বদল ঘটেনি তা শুক্রবার আবার প্রমাণিত হয়ে গেল। ফের ভাটপাড়া থেকে উদ্ধার হল ১০ টি তাজা বোমা।
কয়েকদিন আগেই ভাটপাড়ার ৩২ নম্বর ওয়ার্ড থেকে ৩০ টি তাজা বোমা উদ্ধার হয়। শুক্রবার পুলিশের তল্লাশিতে ১৪ নম্বর ওয়ার্ডের ১৫ নম্বর গলি থেকে উদ্ধার হল ১০ টি তাজা বোমা। এলাকা থেকে আবার বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভাটপাড়ার সাধারণ মানুষের মনে।
advertisement
advertisement
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভাটপাড়া থানার আইসি অনুপম মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল আচমকা হানা দেয় ১৪ নম্বর ওয়ার্ডে। সেখান থেকেই উদ্ধার হয় তাজা বোমাগুলি। ইতিমধ্যেই সেগুলি নিস্ক্রিয় করা হয়েছে। তবে কে বা কারা বোমাগুলি ওখানে মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিরাপত্তার এত কড়াকড়ি সত্ত্বেও ভাটপাড়া থেকে আবার বোমা উদ্ধার হওয়ায় গোটা বিষয়টি নিয়েই প্রশ্ন উঠছে। এই বিষয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া বলেন, পুলিশ ধারাবাহিকভাবে গোটা এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে। পুলিশ তার নিজের কাজ ঠিকভাবেই করছে। তবে আরও সক্রিয় করা হবে পুলিশকে। তিনি জানান, মানুষের আস্থা আছে পুলিশের উপর, তাই ভয় পাওয়ার কিছু নেই।
advertisement
অরুণ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2023 8:57 PM IST