হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
বিয়ে বাড়ির ফুল কেনার পরিবর্তে ঠাঁই হল হাসপাতালে! পুরো ঘটনা জানলে চমকে উঠবেন

South 24 Parganas News: বিয়ে বাড়ির ফুল কিনতে যাচ্ছিল, বাইক দুর্ঘটনায় শেষ পর্যন্ত হাসপাতালে যেতে হল দুই যুবককে

বিয়ে বাড়ির ফুল কেনার জন্য ওই বাইক আরোহীরা বারুইপুর কাছারি বাজারে আসছিল। এই দুর্ঘটনায় বাইকে থাকা দুই যুবকই গুরুতর আহত হয়। তাদের নাম বিভু দাস ও রাহুল দাস। বাড়ি কল্যানপুরে। দুর্ঘটনার পর‌ই এলাকার মানুষ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন...
  • Share this:

দক্ষিণ ২৪ পরগনা: বাইকে চেপে বিয়েবাড়ির ফুল কিনতে যাচ্ছিল দুই যুবক। দ্রুত গতিতে চালাচ্ছিল বাইক। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাইকটি। এই ঘটনায় দুই বাইক আরোহী‌ই গুরুতর আহত হয়। বারুইপুরের ঘটনা।

শুক্রবার সকালে আমতলা রোডের দিঘিরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বিয়ে বাড়ির ফুল কেনার জন্য ওই বাইক আরোহীরা বারুইপুর কাছারিবাজারে আসছিল। এই দুর্ঘটনায় বাইকে থাকা দুই যুবকই গুরুতর আহত হয়। তাদের নাম বিভু দাস ও রাহুল দাস। বাড়ি কল্যানপুরে। দুর্ঘটনার পর‌ই এলাকার মানুষ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে তাদের চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: এক্ষুণি বিয়ে না দিলে ছেলে আত্মহত্যা করবে! সন্তানের প্রাণ বাঁচাতে নাবালিকা প্রেমিকার সঙ্গেই বিয়ের আয়োজন করল বাবা

এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাছারি বাজার ট্রাফিক গার্ডের ওসি সুকান্ত পুরকাইত। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বাইকের গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে বারুইপুর থানায় নিয়ে যায় পুলিশ।

অর্পণ মণ্ডল

Published by:kaustav bhowmick
First published:

Tags: Accident, Baruipur, Bike Accident, South 24 Parganas news