TRENDING:

North 24 Parganas News: বন্ধ কোটি টাকা জেতার আশা, আর কাটা যাবে না লটারি!

Last Updated:

সোমবার, থেকে অনির্দিষ্টকালের জন্য লটারি বিক্রি বন্ধের সিদ্ধান্তে আন্দোলনে নামলেন বিক্রেতারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: আর কাটা যাবে না লটারি! জেতা যাবে না পুরস্কার! জেলা জুড়ে তৈরি হচ্ছে জল্পনা। সোমবার থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বারাসত ময়না এলাকায় লটারি কোম্পানির বিরুদ্ধে আন্দোলনে নামলেন বিক্রেতারা। বিক্রেতাদের ভাউচার সংক্রান্ত সমস্যায় প্রথম পুরস্কার সরকারের ঘরে চলে যাওয়া সহ একাধিক দাবি জানিয়ে আজ, সোমবার, থেকে অনির্দিষ্টকালের জন্য লটারি বিক্রি বন্ধের সিদ্ধান্তে আন্দোলনে নামলেন তারা। আন্দোলনকারীদের দাবি, সমাধান সূত্র সামনে না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। বিশেষ এক লটারি কোম্পানির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে রবিবার রাতেই বারাসতে লটারি বিক্রি বন্ধ করে আন্দোলনের ডাক দেয় ডিয়ার সেলার ইউনিয়ন।
আন্দোলনে লটারি বিক্রেতারা
আন্দোলনে লটারি বিক্রেতারা
advertisement

বারাসত শহরে মাইকিং করে সব লটারি বিক্রেতাদের আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানানো হয়। লটারি কোম্পানির বিরুদ্ধে সেলার ও কাস্টমারদের শোষনের প্রতিবাদে ১০ই অক্টোবর অর্থাৎ আজ থেকে ডিয়ার কোম্পানির টিকিট বিক্রয় সেলারদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে৷ এই আবেদন জানিয়ে সব সেলারদের একত্রিত হয়ে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানানো হয়।

advertisement

আরও পড়ুন Jalpaiguri News: আর ভাল লাগছে না রাজনীতি! সংসার চালাতে এবার হস্তশিল্পেই মন দিলেন এই বিজেপি নেতা

আন্দোলকারী সেলার ইউনিয়ন বারাসত জোনের মূলত দাবি, আগে যে ভাউচার ছিল সেই ভাউচার পুনরায় দিতে হবে৷ পাশাপাশি আগে যেরকম লটারিতে প্রাইজ ছিল সেই লটারি প্রাইজটা দিতে হবে। অধিকাংশ দিন প্রথম প্রাইজ সরকারের ঘরে ফেরত যাচ্ছে বলে দেখানো হচ্ছে। কমিশন কমাতে কমাতে এমন জায়গায় নিয়ে এসেছে, যেখানে এই ব্যবসা করে পেট চালানো দায় হয়ে দাঁড়িয়েছে, এমন জানাচ্ছেন লটারি সেলাররা। এক একজন বহু বছর ধরে এই টিকিট বিক্রি করে সংসার চালাচ্ছে, তারা এখন এই ব্যবসা ছেড়ে কী করবে, এই প্রশ্নও তোলা হচ্ছে।

advertisement

View More

আরও পড়ুন Malda News: স্বামীর সঙ্গে বিবাদের জেরে মেয়েকে নিয়ে আত্মঘাতী গৃহবধূ

তাই লটারি কোম্পানিকে পুনরায় আগের ভাউচার চালু করতে হবে, তা না হলে ডিয়ার সেলারদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে বলে দাবি করা হয়। ফলে আবারও কবে থেকে পুরস্কার জেতার আশায় লটারি কাটতে পারবেন উৎসাহী মানুষরা, এখন সেটাই দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামে ছুটতে হবে না! এবার শহরে বসেই মিলবে গ্রামবাংলার আমেজ, কীভাবে জানুন
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বন্ধ কোটি টাকা জেতার আশা, আর কাটা যাবে না লটারি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল