Jalpaiguri News: আর ভাল লাগছে না রাজনীতি! সংসার চালাতে এবার হস্তশিল্পেই মন দিলেন এই বিজেপি নেতা

Last Updated:

তাঁর স্ত্রীও একসময় করেছেন রাজনীতি৷ এখন স্বামীকে সাহায্য করছেন হাতের কাজের শিল্পে৷

+
title=

#ধুপগুড়ি: ঝাড় আলতা ২নং গ্রাম পঞ্চায়েতের ডেঙকালি বাজার সংলগ্ন এলাকার উত্তর খট্টিমারি এলাকার বাসিন্দা অনন্ত দেব অধিকারী(৭০)৷ তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে সংসার।হত দরিদ্র পরিবার থেকে উঠে আসা অনন্তবাবু পশ্চিমবঙ্গে বিজেপির সূচনা লগ্ন থেকে একজন নিষ্ঠাবান কর্মী৷ বিজেপির মাটিকে শক্ত করেছেন তিনি। ২০০৩ থেকে ২০০৮ ও ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিজেপির পঞ্চায়েত সদস্য হিসেবে কাজও করেন। এবং পরবর্তীতে বিজেপির পঞ্চায়েতের খাদ্য ও অর্থ দফতরের কর্মাধ্যক্ষ পদে নিযুক্ত ছিলেন। এখন সংসার চালাতে তিনি মেলায় মেলায় নিজের তৈরি সামগ্রী নিয়ে পসরা বসিয়ে যাচ্ছেন। গ্রাম বাংলার এই হস্তশিল্প অবলুপ্ত। এখন এই শিল্প বাঁচানোকেই প্রাধান্য দিচ্ছেন অনন্তবাবু৷
তাই রাজনীতিকে আপাতত বিদায় জানিয়ে হস্তশিল্পকেই বেছে নিতে চলেছেন অনন্ত দেব অধিকারী৷ তাঁর হাতের তৈরি খেলনার বা ঘর সাজানোর হরিণ-গন্ডার পাড়ি দিচ্ছে ভিন্ন রাজ্যেও৷
আরও পড়ুন Malda News: স্বামীর সঙ্গে বিবাদের জেরে মেয়েকে নিয়ে আত্মঘাতী গৃহবধূ
অনন্ত বাবু বলেন, আগে যখন আমি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম তখন রাজনীতি এইরকম ছিল না৷ এখন রাজনীতি অনেক তফাৎ৷ তখন হিংসা- এবং লোভ সব ছিল না৷ সে সময় বিরোধীদের সঙ্গে আমরা একত্রিত হয়ে কাজ করতাম কিন্তু এখন দেখা যাচ্ছে রাজনীতিটা অন্যরকম হয়ে গিয়েছে৷ আর ভাল লাগে না রাজনীতি। আমার ভালোবাসা শিল্পকে বেছে নিয়েছি। এই শিল্প দিনে দিনে বিলুপ্ত পথে চলে যাচ্ছে৷ তাকে টিকিয়ে রাখতে হলে নতুন প্রজন্মকে শেখাতে হবে।
advertisement
advertisement
অনন্ত অধিকারীর স্ত্রীও এক সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন৷ তবে রাজনীতি থেকে তিনিও বিদায় নিয়েছেন৷ অভাবের কারণে এই পেশার সঙ্গে তিনিও যুক্ত হয়েছেন তার স্বামীর হাতে হাত লাগিয়ে কাজ করছেন। এই কাজে চাহিদা রয়েছে৷ ফলে শিল্পের কাজে চাপও বাড়ছে৷
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: আর ভাল লাগছে না রাজনীতি! সংসার চালাতে এবার হস্তশিল্পেই মন দিলেন এই বিজেপি নেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement