বিভিন্ন স্কুল থেকে আসা ভোকেশনাল শিক্ষকদের হাতে-কলমে এদিন প্রশিক্ষণ দেওয়া হয় কীভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে প্রাণী পালন ও মৎস্য চাষে ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা দানের মধ্যে দিয়ে উৎসাহ বৃদ্ধি ঘটানো যায় এই বিষয়গুলির ওপর। যাতে পরবর্তীতে সঠিক শিক্ষা লাভের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা মৎস্য চাষ বা প্রাণী পালন সহ ভোকেশনাল বিভিন্ন বিষয়ে ভালো ফল করতে পারেন।
advertisement
আরও পড়ুনঃ রাজ্যে শীতের আমেজ! কম্বল বালাপোষ নিয়ে হাজির ভিন রাজ্যের বিক্রেতারা
আর সেই কারণে শিক্ষকরা যাতে শুধু পুঁথিগত বিদ্যায় নয়, হাতে- কলমেও বিষয়টি বুঝে নিয়ে সঠিকভাবে ছাত্র-ছাত্রীদের বোঝাতে পারেন তার জন্যই এদিনের এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানা যায়। প্রাণী পালন মৎস্য চাষ সহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে দিন প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষকদের। শিক্ষকরা ও যথেষ্টই উৎসাহ সহকারে বিষয়গুলির জানার এবং বুঝে নেওয়ার আগ্রহ প্রকাশ করলেন এই কর্মশালায়। এদিন অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রে আয়োজন করা হয় এই কর্মশালার যা চলবে আগামী আরো দুদিন।
Rudra Narayan Roy