ছেলেরা বাইরে থাকায়, মেজো ও ছোট ছেলের বউ ও নাতিদের নিয়ে সংসার পাল বাড়ির। মেজো ছেলের প্রায় ২২ বছর আগে বিয়ে হয়েছিল। তাঁদেরও দুই ছেলে রয়েছে। আর ছোট বউয়ের বিয়ে হয় ১০ বছর আগে। তাঁর একটি পাঁচ বছরের ছেলে সন্তান রয়েছে। অন্যদিকে, টোটোচালক বিশ্বজিৎ মণ্ডল ও শিবু মজুমদারের নিজস্ব সংসার ও একটি করে কন্যা সন্তান রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ 'এই' গাছের বাগান করেই লক্ষাধিক টাকা আয়! হ্যাঁ, এমনটাও সম্ভব! দেখুন..
দুই বন্ধুর এহেন কাণ্ডে ক্ষুব্ধ তাঁদের স্ত্রীরা। জানা যায়, ননদের বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন পাল বাড়ির দু’জন বউ। ছোট বউ সন্তানকেও সঙ্গে নিয়ে যান। তারপর থেকে আর ফিরে আসেননি। পরে জানা যায় যায়, সোনার গয়না ও বেশ কিছু টাকাপয়সাও নিয়ে গিয়েছে তারা।
আরও পড়ুনঃ দোকানে ক্রেতাদের চা পরিবেশন করতে করতে কবিতা শোনাচ্ছেন গোবরডাঙার নিতাই মিস্ত্রি
ভিন রাজ্যে থাকা দুই ছেলের কাছে খবর যেতেই, তাঁরা স্ত্রী-দের সংসারে ফিরিয়ে আনার জন্য বাবার কাছে অনুরোধ জানান। এরপরই শ্বশুর শিবপদ পাল স্থানীয় পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
Rudra Narayan Roy