North 24 Parganas News- 'এই' গাছের বাগান করেই লক্ষাধিক টাকা আয়! হ্যাঁ, এমনটাও সম্ভব! দেখুন..

Last Updated:

তেজপাতার বাগান করে, লক্ষাধিক টাকা আয়ের দিশা দেখাচ্ছেন স্কুল শিক্ষক! দেখুন..

+
তেজপাতা

তেজপাতা গাছের পরিচর্যায় অশোক সরকার

#উত্তর ২৪ পরগনা: তেজপাতা চাষ করে ফেরানো যাবে অর্থনৈতিক ভাগ্য। প্রমাণ করে দিয়েছেন এক হাই স্কুল শিক্ষক। জমিতে নামমাত্র চাষ করেই তিনি লাগিয়েছিলেন তেজপাতা গাছ। এক দু বছর পর থেকে সেই গাছ থেকে সুফল মিলেছে বলে দাবি স্কুল শিক্ষকের।
তিনি জানিয়েছেন, বছরে দুবার এই পাতা বিক্রি করা যায়। তবে তিনি বছরে একবারই এই পাতা বিক্রি করে থাকেন। আর তাতেও তিনি ভালো লভ্যাংশ পেয়েছেন। যদি কোনভাবে গাছগুলোকে একবার বাঁচানো সম্ভব হয়, তবে বহু বছর পর্যন্ত এই গাছের পাতা বিক্রি করা সম্ভব। তথাকথিত চাষ অপেক্ষায়, জমিতে তেজপাতা গাছ লাগিয়ে ভালোই রোজগার মিলতে পারে বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন গোপালনগর থানার মামুদপুর অঞ্চলের এই হাই স্কুল শিক্ষক অশোক সরকার।
advertisement
advertisement
জমিতে ছ'ফুট দূরত্বে বসানো যাবে এক একটি গাছের চারা। গাছগুলো বড় হলে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য দূরত্ব কিছুটা বড় হলেও ক্ষতি নেই। তবে তেজপাতা গাছের জমিতে যাতে কোনভাবে জল দাঁড়াতে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার বলে জানিয়েছেন তিনি।
advertisement
তেজপাতা গাছ লাগালে তেমন পরিচর্যার দরকার হয়না। মাঝেমধ্যে একটু জৈব সার ব্যবহার করলেই গাছের স্বাস্থ্য বেশ ভালো হয়। ফলে একটি গাছ থেকে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্যবান পাতা পেয়ে থাকেন কৃষকরা। ফলে বাজার মূল্য বেশ ভালই পাওয়া যায়।
advertisement
মামুদপুরের অশোকবাবু তার জমিতে প্রায় ১০০ টি তেজপাতা গাছ লাগিয়ে বছরে প্রায় লক্ষাধিক টাকা রোজগার করেন বলে জানিয়েছেন।এক এক বিঘা জমি থেকে প্রায় ২৫ হাজার টাকা আয় করা সম্ভব। তবে তিনি বছরে একবার পাতা বিক্রি করলেও, এই তেজপাতা গাছ চাষে আগ্রহীরা বছরে দুবার পাতা বিক্রি করতে পারবেন বলে মত অশোকবাবুর।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- 'এই' গাছের বাগান করেই লক্ষাধিক টাকা আয়! হ্যাঁ, এমনটাও সম্ভব! দেখুন..
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement