আরও পড়ুন: মাস দুয়েকের মধ্যে চালু হয়ে যাবে দ্বিতীয় রণগ্রাম সেতু
গ্রামের রাস্তায় নোংরা-আবর্জনা ফেলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দেগঙ্গার দুই পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ কুড়ি বছর ধরে ওই দুটি পরিবার একটিই কমন রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু একটি পরিবার যাতায়াতের ওই রাস্তাতেই হঠাৎ করেই আবর্জনা ফেলতে শুরু করে। অন্য পরিবারটি এর প্রতিবাদ করে। অভিযোগ, এর পরই প্রতিবাদ করা পরিবারের ছয় সদস্যকে প্লাস্টিকের শক্ত পাইপ, বাঁশ, টিউব লাইট দিয়ে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁদের বিশ্বনাথপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান প্রতিবেশীরা। এই ঘটনায় ওই পরিবারের এক প্রতিবন্ধী যুবতীও গুরুতর আহত হয়েছে। হামলাকারী পরিবারের তিন সদস্যও আহত হয় বলে জানা গিয়েছে।
advertisement
সূত্রের খবর, আবর্জনা ফেলার এই সমস্যার কথা একাধিকবার প্রশাসনিক স্তরে জানানো হয়। এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত অফিসে আলেচনাও হয়েছে। কিন্তু কোনও সমাধান সূত্র বেরোয়নি। দিন দশেক আগেও রাস্তায় জঞ্জাল ফেলা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়েছিল। দেদিনও বেশ কয়েকজন আহত হন বলে দাবি দুই পরিবারেরই। এদিনের ঘটনায় উভয় পক্ষই দেগঙ্গা থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জিয়াউল আলম