চলতি মাসে ২৭ জুলাই অভিযোগের ভিত্তিতে পুলিশ তার মোবাইল ফোন ট্র্যাক করে জানতে পারে পশ্চিম মেদনিপুর খড়গপুর লোকাল থানা এলাকায় তাঁকে রাখা হয়েছে। তারপর খড়গপুর থানার সঙ্গে যোগাযোগ শুরু করেন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিক অনিল সাউ নেতৃত্বে একদল পুলিশ গিয়ে খড়্গপুরের একটি বাড়ি থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে। সঙ্গে দুই অপহরণকারীকে আটক করে পুলিশ। সুমন হোড়, সরস্বতী হোড়, এই দু’জন অপহরণকারীর বাড়ি হুগলি জেলার শ্রীরামপুরে।
advertisement
আরও পড়ুন: রাস্তায় বাড়ছে আতঙ্ক, ঘরে ঢুকে গিয়ে কামড়ে ধরছে ‘পাগলা’ কুকুর! তুলকালাম আরামবাগে
আরও পড়ুন: জওয়ানের নতুন গানে কী বার্তা শাহরুখের? শুনেই দেখুন, চমকে যাবেন!
গৃহবধূ-সহ ওই দু’জনকে এ দিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই গৃহবধূর সঙ্গে অপহরণকারীদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছিল। সেখান থেকেই বিভিন্ন প্রলোভনের শিকার হয় ওই বধু। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জানতে চাইছে এদের সঙ্গে আন্তরাজ্য কোন নারী পাচারের যোগসূত্র আছে কিনা।
জুলফিকার মোল্যা