Jawan Song Zinda Banda: জওয়ানের নতুন গানে কী বার্তা শাহরুখের? শুনেই দেখুন, চমকে যাবেন!

Last Updated:

Jawan Song Zinda Banda: 'জিন্দা বান্দা' গান রিলিজ করলেন বাদশা শাহরুখ খান। মুহূর্তের মধ্যেই ট্যুইটার সরগরম করে ফেলে 'জওয়ান'-এর নতুন গান।

জিন্দা বান্দা গানে শাহরুখ খান
জিন্দা বান্দা গানে শাহরুখ খান
মুম্বই: মুক্তি পেল শাহরুখ খানের আসন্ন ছবি ‘জওয়ান’-এর নতুন গান ‘জিন্দা বান্দা’। আর গান মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। নতুন গানে চমকে দিয়েছেন শাহরুখ খান। ‘জিন্দা বান্দা’ গান রিলিজ করলেন বাদশা। মুহূর্তের মধ্যেই ট্যুইটার সরগরম করে ফেলে ‘জওয়ান‘-এর নতুন গান। ভাইরাল হয়েছে গানটি।
‘জিন্দা বান্দা’ গানটি লিখেছেন ইরশাদ কামিল আর কম্পোজ করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। ওয়াসিম বারেলভির লেখা এক উর্দু শায়েরি ‘আত্মসম্মানে ঘা লাগলে যুদ্ধ করা উচিত। এই লড়াইটাই বাঁচিয়ে রাখে’ পংক্তিকে ধার করেই এই গানের কথা লিখেছেন ইরশাদ। গান রিলিজের আগে শাহরুখ অবশ্য বারেলভি সাহেবের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে আগেভাগেই ক্ষমা চেয়ে নিয়েছেন তাঁর বিখ্যাত শায়েরিকে কাটাছেঁড়া করে ফিল্মি গান তৈরি করার জন্য।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘তৃণমূল নেতাদের স্ত্রীরা…’, শতাব্দীর মন্তব্যে তুমুল শোরগোল! পাল্টে যাবে বীরভূমের ভোল?
আর শাহরুখের ছবির গানের কথাতেই সেই তুখড় জীবনযুদ্ধের কথা ধরা পড়ল। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান‘এর এই গান নিয়ে মুক্তির আগে থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছিল দর্শকমহলে। এই গানে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে ১ হাজারেরও বেশি ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীকে। ভিন্ন রাজ্যের ভিন্ন লোকেশনে শ্যুটিং হয়েছে ‘জিন্দা বান্দার’। পাঁচ দিন ব্যাপী মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মাদুরাই সহ আরও কয়েকটি শহরের শ্যুটিং চলেছিল গানের।
advertisement
আরও পড়ুন: বাজার থেকে ইলিশ উধাও, আরও কমবে জোগান-বাড়বে দাম? প্রশাসনের এক নির্দেশেই মাথায় হাত
রোমান্টিক শাহরুখ খান অনেক দিন ধরেই অন্য ঘরানার ছবিতে কাজ করছেন। তবে এই রকম ভয়ঙ্কর তাঁকে এর আগে কখনও লাগেনি। এই প্রথম এমন কোনও চরিত্রে অভিনয় করছেন কিং খান। ট্রেলারের পর এবার নতুন গানেও সাড়ে জাগাচ্ছেন শাহরুখ খান। ২ জুন ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jawan Song Zinda Banda: জওয়ানের নতুন গানে কী বার্তা শাহরুখের? শুনেই দেখুন, চমকে যাবেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement