Hilsa Price: বাজার থেকে ইলিশ উধাও, আরও কমবে জোগান-বাড়বে দাম? প্রশাসনের এক নির্দেশেই মাথায় হাত

Last Updated:

Hilsa Price: কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমার কয়েক হাজার ট্রলার এই মুহূর্তে সমুদ্র থেকে ফিরতে শুরু করেছে।

ইলিশের দাম বাড়বে?
ইলিশের দাম বাড়বে?
বিশ্বজিৎ হালদার, কাকদ্বীপ: আগামী ২ অগাস্ট পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। ফলে সমস্ত ট্রলারগুলিকে সোমবারের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ দিল মৎস্য দফতর। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আর সেই কারণেই কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমার কয়েক হাজার ট্রলার এই মুহূর্তে সমুদ্র থেকে ফিরতে শুরু করেছে।
এই পরিস্থিতিতে ভরা ইলিশের মরসুমে মাছ না ধরে ফিরে আসায় বড়সড় লসে মুখে মৎস্যজীবীরা। সবেমাত্র ভাল পরিমাণে ইলিশ মাছ আসতে শুরু করেছে আর হটাৎ করে আবহাওয়া খারাপ থাকার জন্যে এমন নির্দেশ সরকারের। সমস্ত মৎস্যজীবীর ট্রলারকে এই মুহূর্তে ফিরে আসতে হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ‘তৃণমূল নেতাদের স্ত্রীরা…’, শতাব্দীর মন্তব্যে তুমুল শোরগোল! পাল্টে যাবে বীরভূমের ভোল?
এই বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, ‘মৎস্য দফতরের তরফে আমাদের জানানো হয়েছে আগামী দুই তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। সমস্ত ট্রলারকে আজকের মধ্যে ফিরে আসার কথা বলা হয়েছে। এমনিতেই সমুদ্র খুব উত্তাল রয়েছে। আগেভাগেই সমস্ত ট্রলার ফিরে আসছে।’
advertisement
আরও পড়ুন: শ্রাবণ সোমবারের শিব পুজো, ২৩০ বছরের পুরনো মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়, দেখুন
তবে এই মুহূর্তে সমুদ্রে ভাল মাছ রয়েছে আর আবহাওয়া খারাপের জন্য ট্রলারগুলি ফিরে আসায় ক্ষতির মুখে মৎস্যজীবীরা। আশঙ্কা হচ্ছে জোগান কমার ফলে বাড়তে পারে বাজারে থাকা ইলিশের দাম।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hilsa Price: বাজার থেকে ইলিশ উধাও, আরও কমবে জোগান-বাড়বে দাম? প্রশাসনের এক নির্দেশেই মাথায় হাত
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement