Satabdi Roy: 'তৃণমূল নেতাদের স্ত্রীরা...', শতাব্দীর মন্তব্যে তুমুল শোরগোল! পাল্টে যাবে বীরভূমের ভোল?

Last Updated:

Satabdi Roy: তৃণমূল নেতা-কর্মীদের বার্তা সাংসদ শতাব্দী রায়ের, বিরাট বদল হবে কাজে।

শতাব্দী রায় সভায়
শতাব্দী রায় সভায়
বীরভূম: স্ত্রীদের পঞ্চায়েত ভোটের নির্বাচনে প্রার্থী তৈরি করেছেন তৃণমূল নেতারা। সেখানে গিয়ে নেতাদের পরামর্শ দিলেন সাংসদ শতাব্দী রায়। তিনি বলেন, ‘জিতে গিয়েছেন যাঁরা, তাঁদের কিন্তু বাড়িতে বসিয়ে রাখবেন না। তাঁদের রাজনীতি শিখতে দিন’। বীরভুমের সিউড়ী ২ নম্বর ব্লকের তৃণমূলের কর্মী সম্মেলনে তৃণমূল নেতা-কর্মীদের বার্তা সাংসদ শতাব্দী রায়ের।
কোথাও যেমন অনেক স্বামী বিয়ের পর স্ত্রীদের ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখেন, আবার কোথাও কিন্তু এমন অনেক স্বামীই আছেন যাঁরা স্ত্রীদের বিয়ের পর পড়ার সুযোগ করে দেন। তবে বর্তমানে মেয়েরা ঘরবন্দি নেই, তাঁরা উচ্চ শিক্ষিত হচ্ছেন এবং নিজের পায়ে দাঁড়াচ্ছেন। বিভিন্ন ক্ষেত্রে স্বামীরা যেখানে তাঁদের স্ত্রীদের বিয়ের পর পড়ার সুযোগ করে দিয়ে উচ্চ শিক্ষিত করেছেন তেমনই রাজনীতিতেও তাঁরা তাঁদের স্ত্রীদের পঞ্চায়েতে প্রার্থী করেছেন।
advertisement
. .
advertisement
কিছু কিছু মহিলা প্রার্থী সেখানে জয়ীও হয়েছেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় সেই জয়ী মহিলা প্রার্থীরা দলের কোনও কাজে অংশ নেন না। তাঁদের স্বামীরা থাকেন মিটিংয়ে। সাংসদ শতাব্দী রায় মঞ্চ থেকে তৃণমূলের নেতা-কর্মীদের বার্তা দেন, পঞ্চায়েতে জয়ী মহিলারা প্রার্থীদের যেন বাড়িতে বসিয়ে না রাখেন। তাঁদের যেন কাজ শিখিয়ে দেওয়া হয় এবং তাঁদের যেন কাজ করার সুযোগ দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: শ্রাবণ সোমবারের শিব পুজো, ২৩০ বছরের পুরনো মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়, দেখুন
তিনি বলেন , “মেয়েরা এখন অনেক এগিয়ে। বিয়ের পর স্বামীরা তাঁদের স্ত্রীদের শিক্ষিত করার জন্য তাঁদের উচ্চ শিক্ষার সুযোগ করে দেন। ঠিক তেমন রাজনীতিতেও তাঁরা তাঁদের স্ত্রীদের এগিয়ে দিয়েছেন। বীরভূমের অনেক এলাকায় পঞ্চায়েত ভোটে মহিলারা প্রার্থী হয়েছিলেন। তাঁদের মধ্যে আবার অনেকে জয়ীও হয়েছেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তাঁরা জয়ী হওয়ার পর দলের মিটিং, মিছিল, সভা কোনও কাজেই তাঁরা থাকেন না। তাঁদের স্বামীরা সেখানে উপস্থিত থাকেন। এখানেই আমার আপত্তি , জয়ী মহিলা প্রার্থীরাও যেন দলের সমস্ত কাজে অংশগ্রহণ করেন। তাঁদের যেন কাজ শিখিয়ে দেওয়া হয় এবং কাজ করার সুযোগ দেওয়া হয়।”
advertisement
সুপ্রতিম দাস
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Satabdi Roy: 'তৃণমূল নেতাদের স্ত্রীরা...', শতাব্দীর মন্তব্যে তুমুল শোরগোল! পাল্টে যাবে বীরভূমের ভোল?
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement