আরও পড়ুন: ভরদুপুরে মাথায় হাত মিড ডে মিল কর্মীর, তিলে তিলে জমানো সব শেষ হয়ে গেল
সন্দেশখালির ন্যাজাট-২ পঞ্চায়েতের ২৬ টি আসনের মধ্যে ১৬ টি ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা। বাকি ১০ টি আসনে অবশ্য বিরোধীরা প্রার্থী দেওয়ায় সেখানে আগামী ৮ জুলাই ভোট হবে। ফলে ভোটের আগেই পঞ্চায়েত দখলে চলে আসায় উৎসবের আমেজ এলাকার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। এই আবহেই মঙ্গলবার বিরোধীদের মানসিকভাবে কোণঠাসা করতে গুড়-বাতাসা ও ঠান্ডা জল খাইয়ে সুন্দরবনে নদী পথে প্রচার সারলেন শাসকদলের এখানকার মহিলা প্রার্থীরা।
advertisement
হেনা, বীণা, টুম্পা, পূর্ণিমা, সোমা এই পাঁচ তৃণমূল প্রার্থীর দাবি, তাঁদের গুড়-বাতাসার সঙ্গে অনুব্রত মণ্ডলের বিরোধীদের উদ্দেশ্যে ছাড়া গুড়-বাতাসা হুঙ্কারের কোনও সম্পর্ক নেই। গ্রীষ্মের দাবদহ থেকে মানুষকে স্বস্তি দিতে এই পদক্ষেপ বলে তাঁরা জানান।
এদিন ওই পাঁচ তৃণমূল প্রার্থী বেতনি নদীর উপর মাঝি-মাল্লা থেকে শুরু করে নৌকার সাধারণ যাত্রীদের গুড়-বাতাসা ও পানীয় জল খাওয়ান। তাঁদের দাবি, গত পাঁচ বছরে পঞ্চায়েত এলাকায় যা উন্নয়ন হয়েছে এবং রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষের জন্য একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প নিয়েছে তাতে পঞ্চায়েতের বাকি ১০ টি আসনেও তৃণমূলই জিতবে।
জুলফিকার মোল্লা