Jalpaiguri News: ভরদুপুরে মাথায় হাত মিড ডে মিল কর্মীর, তিলে তিলে জমানো সব শেষ হয়ে গেল
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
দিনের বেলায় জলপাইগুড়ি শহরে দুঃসাহসিক চুরি। খোয়া গেল মিড ডে মিল কর্মীর সবকিছু
জলপাইগুড়ি: দিনে দুপুরে চুরি। চারিদিকে যখন লোকজন চলাচল করছে ঠিক সেই সময় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। রীতিমতো আতঙ্কে ভুগছে এলাকার মানুষ। বাড়িতে তালা-চাবি দিয়ে আত্মীয়-স্বজন বা অন্যত্র যাওয়ার সাহস দেখাতে পারছেন না অনেকেই।
মঙ্গলবার দিনের বেলায় এই চাঞ্চল্যকর চুরির ঘটনাটি ঘটে মিড ডে মিল কর্মী মায়াদেবি রায়ের বাড়িতে। জলপাইগুড়ি শহরের জয়ন্তী পাড়ায় বাড়ি ওই মিড ডে মিল কর্মীর। তিনি জানান, মিড ডে মিলের রান্না করতে স্কুলে ছিলেন। ছোট ছোট বাচ্চাদের খাইয়ে বাড়ি ফিরে এসে দেখেন আলমারি ভাঙা। মেয়েদের জন্য অনেক কষ্ট করে একটু একটু টাকা জমিয়ে বানানো নাক-কানের সোনার গয়না ও নগদ ষাট হাজার টাকা নিয়ে গিয়েছে চোর। গোটা ঘটনায় ভেঙে পড়েন ওই মিড ডে মিল কর্মী।
advertisement
advertisement
তিনি জানান অনেক কষ্ট করে প্রতিমাসে বেতনের টাকা থেকে একটু একটু করে জমিয়ে মেয়েদের বিয়ের জন্য এই সোনার গয়না তৈরি করেছিলেন। কিন্তু চোর সব নিয়ে যাওয়ায় এখন কী করবেন বুঝে উঠতে পারছেন না। প্রতিবেশীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে মুষলধারে বৃষ্টি পড়ছিল। সেই সময় রাস্তাঘাটে বিশেষ একটা লোক ছিল না। তখনই এমন ঘটনা ঘটে থাকতে পারে। অভিযোগ, এই চুরির ঘটনায় এলাকারই একদল বখাটে যুবক জড়িত থাকতে পারে। অতীতেও তাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। কিন্তু পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর আবার ছেড়ে দিয়েছে বলে দাবি এলাকাবাসীদের।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 27, 2023 7:08 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ভরদুপুরে মাথায় হাত মিড ডে মিল কর্মীর, তিলে তিলে জমানো সব শেষ হয়ে গেল








