কলকাতা শহর থেকে মাত্র দেড় থেকে দু’ঘণ্টার ব্যবধানে এই মনোমুগ্ধকর নিরিবিলি জায়গায় পৌঁছে যেতে পারেন। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট শহরের কাছেই আছে এই আমবাগান। বসিরহাটের ধলতিথায় অবস্থিত প্রায় ৮০ বিঘা জমির উপর অবস্থিত এই আমবাগানে শীত বাড়তেই দূর দুরান্ত থেকে অনেকেই আসেন পিকনিক করতে।
আরও পড়ুন: সিবিআই হানার মধ্যেই মুর্শিদাবাদে হাজির বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! ব্যাপারটা কী?
advertisement
আরও পড়ুন: নবান্ন অভিযানে একা! মালদহ থেকে আগত বিশেষ ভাবে সক্ষম যুবককে নিয়ে হঠাৎ তোলপাড়
বসিরহাটের ধলতিথায় অস্থিত বিশালাকার এই দে আম বাগানের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে আঁকাবাঁকা রাস্তা। রাস্তার দুপাশে আমবাগান ও নির্মল শান্ত পরিবেশ। কাজের ব্যস্ততা শেষে কিংবা অফিসের ছুটি কাটিয়ে শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় দেড় ঘণ্টার সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন বসিরহাট স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোতে ২০ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই ধলতিথা দে আমবাগানে। পরিবার-সহ এখানে পিকনিক করতে পারেন। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই ছোট্ট একটি গ্রাম্য পরিবেশে ভরা এই বাগানে পিকনিক যে অন্য মাত্রা দিতে পারে তা বলা বাহুল্য।
জুলফিকার মোল্যা