Nabanna Abhijan By A Malda Residence: নবান্ন অভিযানে একা! মালদহ থেকে আগত বিশেষ ভাবে সক্ষম যুবককে নিয়ে হঠাৎ তোলপাড়
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:Debashish Chakraborty
Last Updated:
Nabanna Abhijan By A Malda Residence:চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সুদূর মালদহ কৃষ্ণপুর থেকে নবান্নে উদ্দেশ্যে রওনা দিয়েছেন নিখিল৷
হাওড়া: বিশেষ ভাবে সক্ষম মালদহের উচ্চশিক্ষিত যুবকের একক নবান্ন অভিযান ঘিরে তোলপাড়৷ মালদহের নিখিল সরকার চাকরির দাবিতে ট্রেনে করে শিয়ালদহ সেখান থেকে হুইল চেয়ারে করে নবান্নের উদ্দেশ্যে রওনা দেন উচ্চশিক্ষিত নিখিল সরকার৷ তাঁকে হাওড়া ব্রিজেই আটকে দেয় হাওড়া পুলিশ৷ তাঁর দাবি, বাম আমল থেকে শুরু করে এখনও পর্যন্ত বার বার সরকারের দ্বারস্থ হয়েও মেলেনি চাকরি, অবশেষে নবান্নে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেও মেলেনি সাড়া | চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সুদূর মালদহ কৃষ্ণপুর থেকে নবান্নে উদ্দেশ্যে রওনা দিয়েছেন নিখিল৷
চিঠিতে তিনি লিখেছেন, ‘যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, আমি নিখিল সরকার৷’ তার পর তাঁর অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন, ‘আমি শারীরিক প্রতিবন্ধী৷ সরকারি তিনচারাপ রিক্সা নিয়ে কোনওমতে চলাফেরা করি৷ আমি এবং আমার বিধবা দিদি আপনার দেওয়া রেশনের দ্রব্যাদি ও ভাতার টাকায় কোনওমতে বেঁচে আছি নামে মাত্র৷ আমি ভীষণ অসহায় এবং খুবই গরিব মানুষ৷ কোনও কাজ না পাওয়ায় আমি হতাশায় ভুগছি৷ … সংসারের যে খরচ, তা জোগাড় করা আমার মতো শারীরিক প্রতিবন্ধীর পক্ষে কোনও মতেই সম্ভব হচ্ছে না৷’
advertisement
advertisement
তিনি চিঠিতে লিখেছেন, গত ২০২১ সালের নভেম্বর মাসে তিনি একটি চিঠি পোস্ট করেছিলেন, দ্বিতীয় চিঠি পোস্ট করেছিলেন ২০২২ সালের মে মাসে৷ এই নিয়ে তাঁর তৃতীয় চিঠি৷ তিনি বাংলায় এমএ, ও বিএড৷ এসএসসি পাশ করেও তিনি ইন্টারভিউয়ে ডাক পাননি বলে জানিয়েছেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2023 2:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nabanna Abhijan By A Malda Residence: নবান্ন অভিযানে একা! মালদহ থেকে আগত বিশেষ ভাবে সক্ষম যুবককে নিয়ে হঠাৎ তোলপাড়