বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকে প্রায় ৮৮ জন টিবি আক্রান্ত রোগী আছেন। এই এলাকায় টিবি আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। তাদের মধ্যে থেকেই ১০ জনকে ৬ মাসের জন্য 'দত্তক' নিল একটি বেসরকারি হাসপাতাল। এক্ষেত্রে দত্তক নেওয়া মানে, আগামী ছয় মাস ওই ১০ জন টিবি রোগীর ওষুধের পাশাপাশি তাঁদের চিকিৎসার যাবতীয় খরচ ও পুষ্টিকর খাবারের বন্দোবস্ত করার দায়ভার ওই বেসরকারি হাসপাতাল বহন করবে।
advertisement
আরও পড়ুন: কান্নায় ভেঙে পড়লেন মহিলা চাষি! কারণ জানলে রাগ হবে আপনার
হাড়োয়া ব্লক স্বাস্থ্য দফতরের সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার নাসিরুদ্দিন মোল্লার অনুরোধে টিবি আক্রান্তদের সাহায্যের জন্য এগিয়ে আসে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। টিবি-তে আক্রান্তদের চিকিৎসায় নিয়মিত ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। কিন্তু বহু টিবি আক্রান্তের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় তাঁদের পক্ষে পুষ্টিকর খাবার খাওয়া সম্ভব হয় না। তাই ব্লক স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে এক দিকে যেমন ওষুধ দেওয়া হচ্ছে, তেমনই তাঁদেরকে সুস্থ করার লক্ষ্যে পুষ্টিকর খাবারের বন্দোবস্ত করা হচ্ছে। তার জন্য ব্যক্তি বিশেষ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কিছু টিবি রোগীর দায়িত্ব নিচ্ছেন। এক্ষেত্রেও ওই বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ ১০ জন টিবি রোগীর দায়িত্ব নিলেন। আগামী ৬ মাস তাঁরা ওই টিবি আক্রান্তদের নিয়মিত ডিম, বিভিন্ন রকমের ফল ছাড়াও মাছ-মাংস দেবেন পুষ্টিকর খাবার হিসেবে।
জুলফিকার মোল্লা