Hooghly Nrws: কান্নায় ভেঙে পড়লেন মহিলা চাষি! কারণ জানলে রাগ হবে আপনার

Last Updated:

হাউ হাউ করে কেঁদে উঠলেন মহিলা চাষি। লাগাতার তিনদিন চেষ্টা করেও ধান বিক্রি করতে না পেরে দিশেহারা বিউটি বেগম

+
title=

হুগলি: কান্নায় ভেঙে পড়লেন মহিলা চাষি। শুক্রবার ঘটনাটি ঘটেছে শুক্রবার হুগলির গোঘাটের বেঙ্গাই এলাকায়। ধান বিক্রির রেজিস্ট্রেশন করতে না পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন। অভিযোগ করেন, তিনদিন ধরে ঘুরেও নাম নথিভুক্ত করতে পারেননি।
ওই অসহায় মহিলার চাষির নাম বিউটি বেগম। বাড়ি গোঘাটের আনুড় এলাকায়। তাঁর অভিযোগ, তিন দিন ধরে সমস্ত ডকুমেন্ট নিয়ে ঘুরছেন, কিন্তু ধান বিক্রির জন্য নাম রেজিস্ট্রেশন করতে চাইছে না কর্তৃপক্ষ। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সব মহলে।
শুক্রবার বিউটি বেগম নামে ওই মহিলা চাষি কাঁদতে কাঁদতে বলেন, "তিনদিন ধরে একইভাবে আমি ঘুরছি, তবু সমস্যার সমাধান হয়নি। কিন্তু আজ যখন আমি এলাম শুধু ব্যাঙ্কের বইয়ে পাসপোর্ট ছবি লাগানো ছিল না বলে আমার নাম তুলতে চাইলেন না দায়িত্বে থাকা আধিকারিক। তাঁর অভিযোগ, ধান ক্রয় কেন্দ্রের আধিকারিকের ব্যবহার ভালো নয়, কথায় কথায় মেজাজ দেখাচ্ছিলেন। এরপর যা করার তাঁকে অনলাইনে করতে হবে বলে ওই আধিকারিক জানিয়েছেন বলে দাবি করেন বিউটি বেগম।
advertisement
advertisement
সমস্ত বিষয় নিয়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই সরকারি আধিকারিক বলেন, "সমস্তটাই মিথ্যে কথা। এটা অফিসের জায়গা। তাই আমি কাউকে বেরিয়ে যেতে বলিনি। যখন ওই ভদ্রমহিলা প্রথম দিন রেজিস্ট্রেশন করানোর জন্য এসেছিলেন, তখন অফিসের নির্দেশ মত অরজিনাল ডকুমেন্ট চাইলে উনি বলেন, এগুলো দিয়েই করতে হবে। কিন্তু তা না করার জন্যই অভিযোগ উঠেছে।"
advertisement
এদিকে স্থানীয়রা ক্যামেরার সামনে মুখ না খুললেও, পরে তাঁরাও জানান গোঘাটের এই ধান ক্রয় কেন্দ্রে এসে বারবার হেনস্থার মুখে পড়তে হয়।
শুভজিৎ ঘোষ
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly Nrws: কান্নায় ভেঙে পড়লেন মহিলা চাষি! কারণ জানলে রাগ হবে আপনার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement