কয়েকদিন আগেই ভাটপাড়ার ৩২ নম্বর ওয়ার্ড থেকে ৩০ টি তাজা বোমা উদ্ধার হয়। শুক্রবার পুলিশের তল্লাশিতে ১৪ নম্বর ওয়ার্ডের ১৫ নম্বর গলি থেকে উদ্ধার হল ১০ টি তাজা বোমা। এলাকা থেকে আবার বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভাটপাড়ার সাধারণ মানুষের মনে।
আরও পড়ুন: বিয়ে বাড়ির ফুল কিনতে যাচ্ছিল, বাইক দুর্ঘটনায় শেষ পর্যন্ত হাসপাতালে যেতে হল দুই যুবককে
advertisement
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভাটপাড়া থানার আইসি অনুপম মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল আচমকা হানা দেয় ১৪ নম্বর ওয়ার্ডে। সেখান থেকেই উদ্ধার হয় তাজা বোমাগুলি। ইতিমধ্যেই সেগুলি নিস্ক্রিয় করা হয়েছে। তবে কে বা কারা বোমাগুলি ওখানে মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিরাপত্তার এত কড়াকড়ি সত্ত্বেও ভাটপাড়া থেকে আবার বোমা উদ্ধার হওয়ায় গোটা বিষয়টি নিয়েই প্রশ্ন উঠছে। এই বিষয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া বলেন, পুলিশ ধারাবাহিকভাবে গোটা এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে। পুলিশ তার নিজের কাজ ঠিকভাবেই করছে। তবে আরও সক্রিয় করা হবে পুলিশকে। তিনি জানান, মানুষের আস্থা আছে পুলিশের উপর, তাই ভয় পাওয়ার কিছু নেই।
অরুণ ঘোষ