আরও পড়ুন: অনর্গল উত্তর সাধারণ জ্ঞানের সব প্রশ্নের, কাঁচরাপাড়ার খুদে সুনয়ন জেলার গর্ব
ক্রীড়া ক্ষেত্রে ঐতিহ্যবাহী অশোকনগর কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই টেবিল টেনিস একাডেমি চালু হওয়ায় যেমন এই খেলার সুযোগ লাভ করবে বিস্তীর্ণ এলাকার ছেলে-মেয়েরা তার পাশাপাশি ইচ্ছে হলে অবসর সময়ে কাটাতে খেলতে আসতে পারবেন এলাকার অন্যান্য নাগরিকরাও। ইতিমধ্যেই চালু হয়েছে এই টেবিল টেনিস একাডেমি। বেশ কিছু ছাত্র-ছাত্রীও ইতিমধ্যেই ভর্তি হয়েছেন টেবিল টেনিস খেলা শেখার জন্য। অশোকনগর টাউন অলিম্পিক কমিটির উদ্যোগে কেনা হয়েছে অত্যাধুনিক মানের টেবিল টেনিস বোর্ড। সেখানেই সপ্তাহের নির্দিষ্ট দিনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে খেলোয়ারদের। বেশ কিছু প্রতিভাবান ও স্টেট লেভেল খেলার অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়রাও প্র্যাকটিসের জন্য যোগ দিয়েছেন এই একাডেমিতে।
advertisement
আরও পড়ুন: গোবরডাঙ্গা জমিদার বাড়ির ৩১২ বছরের পুজো আজও চালিয়ে যাচ্ছে অষ্টম প্রজন্ম
সপ্তাহে শনি ও রবিবার ছুটির দিনে বিকেলে খেলোয়ারদের দুটি দলে বিভক্ত করে চলে ক্লাস বলেই জানালেন একাডেমির অন্যতম উদ্যোক্তা অংশুমান রায় ও সঞ্জয় সাহা। একসময়ে খেলাধুলায় গৌরবময় ঐতিহ্য ছিল অশোকনগরের, যা আজ অনেক অংশে হারিয়ে যেতে বসেছে বলেই মনে করেন অশোকনগর এর একাংশের মানুষ। খেলাধুলা বলতে ক্রিকেট আর ফুটবল ছাড়া আর কিছুই সেভাবে শেখার সুযোগ ছিল না এই বিস্তীর্ণ অঞ্চলে। সেখানে দাঁড়িয়ে অশোকনগর টাউন অলিম্পিকের এই উদ্যোগে নতুন করে ক্রীড়া ক্ষেত্রে গতি পেল বলেই মনে করছেন অনেকে। ইতিমধ্যেই প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী এই টেবিল টেনিস একাডেমীর সঙ্গে যুক্ত হয়েছেন।
কাজকর্মের ফাঁকে শরীর সুস্থ রাখতে ও খেলাধুলার চর্চা করতে বহু মানুষ এই একাডেমিতে টেবিল টেনিস খেলতে আসছেন। পরবর্তীতে এই একাডেমি কে আরও কিভাবে উন্নত করা যায় সেই বিষয়েও চিন্তাভাবনা শুরু করেছেন উদ্যোক্তারা। এলাকায় নতুন একটি ক্রীড়া একাডেমি তৈরি হওয়ায় অভিভাবকরাও সন্তানদের টেবিল টেনিস খেলায় উৎসাহ যোগাচ্ছেন। আগামী দিনে এই টেবিল টেনিস একাডেমিথেকেই যে ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় উঠে আসবে না, তা কে-ই বা বলতে পারে! তবে নতুন এই টেবিল টেনিস একাডেমিতে ব্যাট হাতে নিয়ে প্র্যাকটিসে মত্ত খেলোয়াড়রা।
রুদ্র নারায়ণ রায়