প্রথম তো এলাকা সুন্দরবনের লড়াইটা খুব একটা সহজ নয়। সেখানে আজও মহিলাদের ডাইনি অপবাদ পেতে হয়। সাপে ছোবল মারলে হাসপাতালে যাওয়ার পরিবর্তে বাড়ির লোক সবার আগে ওঝার কাছে নিয়ে ছোটে। তাছাড়া চিকিৎসা ব্যবস্থা সহ নানান পরিকাঠামোর অপ্রতুলতার কারণে মানুষ তাবিজ-কবজের উপর নির্ভরশীল হয়ে পড়ে। সেই সমস্ত কিছু থেকে নতুন প্রজন্মকে সচেতন করার পাশাপাশি কোনটা সঠিক তা চিনিয়ে দিতে বিশেষ উদ্যোগ বিজ্ঞান মঞ্চের। তাঁদের এই লাগাতার প্রচেষ্টার ফলেকুসংস্কার ও অন্ধবিশ্বাস আঁকড়ে থাকার প্রবণতা একটু হলেও কমেছে সুন্দরবনে।
advertisement
আরও পড়ুন: জঙ্গল এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে
কুসংস্কারের পাশাপাশি সুন্দরবনের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমুখী গড়ে তুলতে অনবরত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিজ্ঞান মঞ্চ। আর তাই স্বাধীনতার ৭৫ বছরে 'সবার দেশ, আমাদের দেশ' স্লোগানকে সামনে রেখে রাজ্যের প্রতিটি কোনায় কোনায় বিজ্ঞানকে পৌঁছে দিতে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে চলছে 'বিজ্ঞান অভিযান-২০২৩'। সেই উদ্যোগের অংশ হিসেবেই সুন্দরবনে আয়োজিত হল এই বিশেষ প্রশিক্ষণ শিবির।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে বিজ্ঞানের নানান মডেল শেখানো হয় উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের মামুদপুর মাধ্যমিক জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে। এইভাবে বিজ্ঞানের নানান বিষয় হাতে-কলমে করে দেখার সুযোগ পেয়ে আপ্লুত ছাত্র-ছাত্রীরা।
জুলফিকার মোল্লা