West Medinipur News: জঙ্গল এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে

Last Updated:

হাতি উপদ্রুত এলাকার সব মাধ্যমিক পরীক্ষার্থীকে বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই নির্দেশ মেনে পশ্চিম মেদিনীপুরের এলিফ্যান্ট করিডোর, অর্থাৎ হাতি উপদ্রুত এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের শনিবার ভূগোল পরীক্ষার জন্য বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল বন দফতর।

+
title=

পশ্চিম মেদিনীপুর: জলপাইগুড়িতে হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যজুড়ে জঙ্গল লাগোয়া এলাকায় শুরু হয়েছে কড়া নজরদারি। হাতি উপদ্রুত এলাকার সব মাধ্যমিক পরীক্ষার্থীকে বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই নির্দেশ মেনে পশ্চিম মেদিনীপুরের এলিফ্যান্ট করিডোর, অর্থাৎ হাতি উপদ্রুত এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের শনিবার ভূগোল পরীক্ষার জন্য বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল বন দফতর।
পশ্চিম মেদিনীপুরের হাতি উপদ্রুত এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ২০ টি বাস ও ছোট গাড়ি ব্যবস্থা করে বন দফতর। সূত্রের খবর, ১২ টি পরীক্ষা কেন্দ্রে ২৯ টি বিদ্যালয়ের প্রায় ২২০০ জন পরীক্ষার্থীর জন্য এই ব্যবস্থা করা হয়। জলপাইগুড়ির মাধ্যমিক পরীক্ষার্থীর হাতির থানায় মর্মান্তিক মৃত্যুর পর‌ই বৈঠকে বসে এই বিশেষ বাসের ব্যবস্থা করে জেলা প্রশাসন। শুক্রবার অর্থাৎ মাধ্যমিকের দ্বিতীয় দিন থেকেই এই ব্যবস্থা চালু হয়েছে।
advertisement
advertisement
দিনীপুর সদর ব্লকের চাঁদড়া, নয়াগ্রাম, শালবনি কলসিভাঙা, মৌপাল, কেশিয়াড়ি, গোয়ালতোড়ের বিভিন্ন এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই বাসের ব্যবস্থা করা হয়। শুধু পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া নয়, বিপদ এড়াতে হাতি উপদ্রত এলাকায় চলছে মনিটারিং। বন দফতরের বিশেষ ভ্যান সাইরেন বাজিয়ে চালাচ্ছে টহলদারি। পাশাপাশি এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হচ্ছে। প্রশাসনের এই ব্যবস্থায় খুশি জঙ্গল লাগোয়া এলাকার মানুষ।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: জঙ্গল এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement