Nadia News: বাজারের ভেতর রমরমিয়ে চলছিল জুয়া ও মদের ঠেক, দলবল নিয়ে ভেঙে দিলেন পুরপ্রধান

Last Updated:

শান্তিপুর নতুনহাট বাজারের মধ্যে রমরম করে চলছিল এই বেআইনি কারবার। শনিবার দলবল নিয়ে সেখানে হানা দিয়ে জুয়া, মদের ঠেক ভেঙে দিলেন শান্তিপুর পুরসভার পুরপ্রধান সুব্রত ঘোষ।

নদিয়া: দীর্ঘদিন ধরে চলছে জুয়া-সাট্টার ঠেক, বসছে মদের আসর। শান্তিপুর নতুনহাট বাজারের মধ্যে রমরম করে চলছিল এই বেআইনি কারবার। শনিবার দলবল নিয়ে সেখানে হানা দিয়ে জুয়া, মদের ঠেক ভেঙে দিলেন শান্তিপুর পুরসভার পুরপ্রধান সুব্রত ঘোষ। এই বেআইনি কারবার চালাতে সাহায্য করার জন্য তিনি বাজারের বেশ কয়েকটি দোকানে তালা মেরে দেন। সেই সঙ্গে পুর এলাকার বাজারে জুয়া-সাট্টা ও মদের ঠেক করা চলবে না বলে কড়া হুঁশিয়ারি দেন পুরপ্রধান।
জানা গিয়েছে, শান্তিপুর নতুনহাট বাজারের সময়সীমা শেষের দিকে। অকশনের সময় পেরিয়ে যাওয়ার আগেই বাজার পরিদর্শনে গিয়েছিলেন শান্তিপুর পুরসভার পুরপ্রধান সুব্রত ঘোষ সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা। বাজার ঘুরে দেখতে দেখতে পুরপ্রধান হঠাৎ দেখেন বাজারের ভেতরেই রমরম করে জুয়া-সাট্টা খেলা হচ্ছে, চলছে মদের বেআইনি ঠেক।
advertisement
advertisement
পুরপ্রধান সুব্রত ঘোষ এগিয়ে গিয়ে বেআইনি কারবারিদের সরাসরি প্রশ্ন করেন, কে তাদের এখানে এইসব করার অনুমতি দিয়েছে? স্বাভাবিকভাবেই তারা কোন‌ও সঠিক উত্তর দিতে পারেনি। এরপরই পুরপ্রধান ওই বেআইনি কারবারিদের দোকান থেকে বের করে দিয়ে দোকানগুলিতে তালা মেরে দেন।
পুরপ্রধান পরে জানান, ওই বাজারে সকাল থেকে সন্ধে পর্যন্ত অসংখ্য মানুষের ভিড় হয়। এরকম জনবহুল বাজারে এইভাবে জুয়া-সাট্টা ও মদের ঠেক চলতে দিতে পারে না পুরসভা। তিনি জানান গোটা বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে। পুলিশ কী পদক্ষেপ নেয় তা দেখার জন্য অপেক্ষা করবে পুরকর্তৃপক্ষ। তারপর তাঁরা নিজেদের মতো করে কড়া ব্যবস্থা নেবেন বলেও জানান শান্তিপুরের পুরপ্রধান।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বাজারের ভেতর রমরমিয়ে চলছিল জুয়া ও মদের ঠেক, দলবল নিয়ে ভেঙে দিলেন পুরপ্রধান
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement