South 24 Parganas News: জিন্স ওয়াশ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ৪ শ্রমিক

Last Updated:

এখানেই আছে জব্বার শেখের জিন্স ওয়াশ কারখানা। ওই কারখানাতেই শুক্রবার গভীর রাতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, কারখানায় কাজের জন্য কেমিকেল ভর্তি করে রাখা ছিল ড্রামে। সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। স্থানীয়রা ছুটে এসে দেখে কারখানার চার শ্রমিক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

দক্ষিণ ২৪ পরগনা: ওয়াশ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণে উড়ে যায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে চার শ্রমিক। মহেশতলার চট্টা মাঝেরপোল এলাকার ঘটনা।
এই এলাকায় জিন্সের প্যান্ট ওয়াশের কারখানা আছে বাড়িতে বাড়িতে‌। জায়গাটি মহেশতলা বিধানসভার অন্তর্গত হলেও আশুতি থানার মধ্যে পড়ে। এখানেই আছে জব্বার শেখের জিন্স ওয়াশ কারখানা। ওই কারখানাতেই শুক্রবার গভীর রাতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, কারখানায় কাজের জন্য কেমিকেল ভর্তি করে রাখা ছিল ড্রামে। সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। স্থানীয়রা ছুটে এসে দেখে কারখানার চার শ্রমিক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তোরা তাদের দ্রুত স্থানীয় এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
আহত চার শ্রমিকের‌ই বাড়ি শিলিগুড়িতে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার সামনের অংশ ভেঙে যায়। কারখানার সব কাঁচের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে আশুতি থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে কারখানা সহ ঘটনাস্থল সিল করে দেওয়া হয়। কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে কারখানা কর্তৃপক্ষ বা স্থানীয়রা কেউ মুখ খুলতে চাইছেন না। ফলে এই ঘটনা ঘিরে নানান রকম জল্পনা শুরু হয়েছে।
advertisement
অর্পণ মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জিন্স ওয়াশ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ৪ শ্রমিক
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement