উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে মোট ১১ টি থানা আছে। গত একমাস ধরে এই এলাকায় মহিলা ও পুরুষ ফুটবলারদের সন্ধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের উদ্যোগে সাড়া দিয়ে ১৩০ জন মহিলা ফুটবলার সহ মোট ১,০০১ জন ফুটবলার অংশগ্রহণ করেন। নবম শ্রেণি থেকে শুরু করে কলেজ পড়ুয়া যুবক-যুবতীরা বসিরহাট বিএসএস মাঠে ট্রায়ালে অংশগ্রহণ করেন।
advertisement
আরও পড়ুন: জাতীয় সড়ক কর্তৃপক্ষ উদাসীন, বাধ্য হয়ে কোদাল-ঝাঁটা হাতে তুলে নিলেন স্থানীয়রা
প্রশিক্ষণ দিতে উপস্থিত বিখ্যাত প্রাক্তন ফুটবলার গৌতম ঘোষ, জামশেদ নাসিরি, স্নেহাশিস চক্রবর্তী, অমিত ভদ্র, নাজমুল হক'রা। তাঁদের সামনে ফুটবলের দক্ষতা দেখিয়ে ফুটবলের কলা কৌশলী প্রদর্শন করল সীমান্ত থেকে সুন্দরবনের তরুণ-তরুণীরা।
শতাধিক বাছাই করা ফুটবলারকে কলকাতার একাধিক নামি কোচিং সেন্টারে সুমযোগ দেওয়া হবে। তাঁদের সমস্ত রকম সাহায্য করা হবে বলে জানান বসিরহাট পুলিশ জেলার এসপি জবি থমাস।
জুলফিকার মোল্লা