East Bardhaman News: জাতীয় সড়ক কর্তৃপক্ষ উদাসীন, বাধ্য হয়ে কোদাল-ঝাঁটা হাতে তুলে নিলেন স্থানীয়রা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বর্ধমানের তেজগঞ্জ এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী বাইপাস আছে। এই বাইপাস ধরেই তেজগঞ্জের মানুষ বর্ধমান শহর সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করেন।
পূর্ব বর্ধমান: এই রাস্তায় বেরোলেই বিপদের আশঙ্কা থাকে। একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। একাধিকবার বলেও সমস্যার সমাধান হয়নি। আর তাই বাধ্য হয়েই হাতে কোদাল, ঝুড়ি তুলে নিলেন বর্ধমান শহরের তেজগঞ্জের বাসিন্দারা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাজ তাঁরা নিজেরাই করলেন।
বর্ধমানের তেজগঞ্জ এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী বাইপাস আছে। এই বাইপাস ধরেই তেজগঞ্জের মানুষ বর্ধমান শহর সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। কিন্তু সেই রাস্তার দু'ধার ঢেকে আছে ছাই ও বালির পুরু আস্তরণে। ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। বাইপাস দিয়ে বড় গাড়ি গেলে বাইক ও সাইকেল আরোহীরা রাস্তার ধারে সরে আসেন। আর তখন বালি এবং ছাইয়ে পিছলে পড়ে দুর্ঘটনার ঘটছে।
advertisement
advertisement
রাস্তার ধার থেকে বালি ও ছাইয়ের আস্তরণ সরিয়ে দেওয়ার জন্য বারবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বলা হয়েছে। কিন্তু তাতে কোনও কাজ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। তাই বাধ্য হয়েই ঝুড়ি, কোদাল, ঝাঁটা নিয়ে তেজগঞ্জের মানুষ রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়ে। বিশেষ করে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার তাঁরা আরও বেশি নিজে থেকেই এগিয়ে এসে এই রাস্তা পরিষ্কার করেন। এলাকাবাসীর আশঙ্কা এমন রাস্তা দিয়ে যাতায়াত করতে হলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাও বড় বিপদের মুখে পড়তে পারে। স্থানীয় বাসিন্দা সঞ্জয় হালদার বলেন, আমরা প্রতিদিন এই বাইপাসের উপর দিয়েই বর্ধমান শহরে যাতায়াত করি। কিন্তু রাস্তার যা অবস্থা তাতে প্রতিমুহূর্তে ঝুঁকি থেকে যায়। রাস্তায় পড়ে থাকা বালির কারণে বাড়ছে দুর্ঘটনা। নিজেদের প্রাণ বাঁচাতেই আমরা এগিয়ে এসে রাস্তা পরিষ্কার করতে বাধ্য হলাম।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 12:56 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: জাতীয় সড়ক কর্তৃপক্ষ উদাসীন, বাধ্য হয়ে কোদাল-ঝাঁটা হাতে তুলে নিলেন স্থানীয়রা