শুধু ছোট ছোট ছেলে-মেয়েরাই নয়, বড়রাও চাইলে এই সাঁতার প্রশিক্ষণে যোগ দিতে পারেবন। এদিন পৌর প্রধান প্রবীর সাহার উপস্থিতিতে এবছরের সাঁতার প্রশিক্ষণ ক্লাস শুরু করা হল। মহিলারা সুবিধামতো সময়ে সাঁতার শিখে শরীরকে ভাল রাখাতে পারবেন। সকাল সাড়ে ছটা থেকে রাত নটা পর্যন্ত মোট পাঁচটি ক্লাস থাকছে এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে। ৩০ মিনিট করে সময় থাকবে এক কেটি ক্লাসের জন্য।
advertisement
আরও পড়ুন: মাইগ্রেনের ব্যথায় কাবু! রেহাই পেতে মেনে চলুন চিকিৎসকের ‘এই’ পরামর্শ
মার্চ থেকে অক্টোবর এই ৮ মাস চলবে সাঁতারের ক্লাস। ইতিমধ্যেই বহু ছেলে-মেয়ে সাঁতার প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছেন বলেও পুরসভা সূত্রে জানা গিয়েছে। বিশেষ প্রশিক্ষক দ্বারা এই সাঁতার শেখানো হচ্ছে।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশ করলেই মিলবে সরকারি চাকরি! দেখে নিন বিস্তারিত
তাপমাত্রার পারদ কিছুটা বাড়তেই জলে নেমে চলল সাঁতার প্রশিক্ষণ। যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশেষ নজরদারীরও ব্যবস্থা রয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্রে।
Rudra Nrayan Roy