আরও পড়ুন: ১০ বছরেও চালু হল না ইছামতীর উপরের সেতু, ক্ষোভ বাড়ছে বাদুড়িয়ায়
রোড অ্যাক্সিডেন্টের নিরিখে পশ্চিমবঙ্গ ভাল স্থানে আছে। সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্পের নিরন্তর প্রচারের হলে ধীরে ধীরে হলেও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তার ফলেই এসেছে এই সফলতা। মধ্যমগ্রাম ট্রাফিক গার্ডের নব নির্মিত ভবনের উদ্বোধনে এমন কথাই শোনা গেল রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মুখে। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারাসতের পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি, মধমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ সহ প্রশাসনিক আধিকারিকেরা। পুলিশ সুপার বলেন, কয়েকটি ক্ষেত্র বাদে অধিকাংশ স্থানেই ট্রাফিক ভবনের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি অবৈধ পার্কিং আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে। তবে ১০০ শতাংশ হয়েছে সেটা কখনোই বলা যাবে না।
advertisement
উল্লেখ্য রাজনারায়ণ মুখার্জিকে বীরভূমের পুলিশ সুপারের দায়িত্ব দিয়েছে নবান্ন। লাল মাটির জেলার দায়িত্ব নেওয়ার আগে তিনি এই ট্রাফিক গার্ডে নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন। তাকে এই সুযোগ দেবার জন্য ধন্যবাদ জানান মন্ত্রী রথীন ঘোষকে। এদিকে ট্রাফিক কার্ডের এই ভবন উদ্বোধন হওয়ায় রোদ, ঝড়, জলে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব সামলানো ট্রাফিক পুলিশ আধিকারিকেরা মাথাগোঁজার একটা অস্তানা পেলেন। নানা ক্ষেত্রে যান নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই ট্রাফিক গার্ড থেকে সাধারণ মানুষের সুবিধা মিলবে বলেও জানানো হয়।
রুদ্রনারায়ণ রায়