TRENDING:

North 24 Parganas News: গ্রামে বাড়ছে সচেতনতা, সাপ না মেরে তুলে দেওয়া হচ্ছে বনদফতরের হাতে

Last Updated:

গ্রাম বাংলায় সাপ দেখলেই এতদিন মেরে ফেলার প্রবণতা ছিল। পরিবেশবিদ ও বিজ্ঞান মঞ্চের সচেতনতার মধ্য দিয়ে বাড়ছে সচেতনতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: গ্রামে বাড়ছে সচেতনতা, সাপ না মেরে তুলে দেওয়া হচ্ছে বনদফতরে। সাপের আতঙ্ক কার না নেই! হোক সে বিষ কিংবা নির্বিষ। সাপের নাম শুনলেই ভয়। তবে গ্রাম বাংলায় সাপের ভয়ে দেখলেই এতদিন মেরে ফেলার প্রবণতা দেখা যায়। যার জন্য বিগত দিনে ক্রমশ নষ্ট হচ্ছিল বাস্ততন্ত্র। তবে দিনের পর দিন পরিবেশবিদ ও বিজ্ঞান মঞ্চের সচেতনতার মধ্য দিয়ে গ্রাম বাংলায় বাড়ছে সচেতনতা।
advertisement

আরও পড়ুন: হিমালয়ের কোলে বদ্রিনাথ দর্শনের সুযোগ বারাসতে!

ইতিমধ্যে গত কয়েক মাসে বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাড়োয়া মিনাখার প্রায় ৪০-৫০টি সাপ উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিন একইভাবে বসিরহাটের রামনগরে উদ্ধার হওয়া একটি বিষাক্ত কাল কেউটে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হল। বিগত দিনে দেখা গেছে সুন্দরবনে জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয় বিষধর সাপ দেখা দিচ্ছে।

advertisement

আরও পড়ুন: রাজ্যে মহার্ঘ, ঘোজাডাঙ্গা সীমান্তে পড়শি দেশে ‌যাচ্ছে পেঁয়াজের সারি সারি ট্রাক

View More

বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকায় মাছ ধরার জন্য মেছো ঘেরিতে মৎস্যজীবী নজরুল ইসলাম সরদার পাতা আটলে ধরা দেয় সাত ফুটের বিষধর কাল কেউটে। মৎস‍্যজীবীদের প্রাথমিক অনুমান, এই বিষধর সাপগুলি লোকালয়ে ঢুকে পড়ে খাবারের সন্ধানে। এর পর স্থানীয়রা সাপটিকে না মেরে খবর দেয় বসিরহাট বন দফতরে। রামনগর গ্রামে বসিরহাট বনদফতরের কর্মীরা গিয়ে খাঁচা, ক‍্যাচার ও জাল নিয়ে সাপটিকে উদ্ধার করে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা করে সুস্থ হলে আবার জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে। এভাবেই দিনের পর দিন সচেতনতার মধ্য দিয়ে বাস্তুতন্ত্র রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: গ্রামে বাড়ছে সচেতনতা, সাপ না মেরে তুলে দেওয়া হচ্ছে বনদফতরের হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল