আরও পড়ুন: হিমালয়ের কোলে বদ্রিনাথ দর্শনের সুযোগ বারাসতে!
ইতিমধ্যে গত কয়েক মাসে বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাড়োয়া মিনাখার প্রায় ৪০-৫০টি সাপ উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিন একইভাবে বসিরহাটের রামনগরে উদ্ধার হওয়া একটি বিষাক্ত কাল কেউটে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হল। বিগত দিনে দেখা গেছে সুন্দরবনে জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয় বিষধর সাপ দেখা দিচ্ছে।
advertisement
আরও পড়ুন: রাজ্যে মহার্ঘ, ঘোজাডাঙ্গা সীমান্তে পড়শি দেশে যাচ্ছে পেঁয়াজের সারি সারি ট্রাক
বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকায় মাছ ধরার জন্য মেছো ঘেরিতে মৎস্যজীবী নজরুল ইসলাম সরদার পাতা আটলে ধরা দেয় সাত ফুটের বিষধর কাল কেউটে। মৎস্যজীবীদের প্রাথমিক অনুমান, এই বিষধর সাপগুলি লোকালয়ে ঢুকে পড়ে খাবারের সন্ধানে। এর পর স্থানীয়রা সাপটিকে না মেরে খবর দেয় বসিরহাট বন দফতরে। রামনগর গ্রামে বসিরহাট বনদফতরের কর্মীরা গিয়ে খাঁচা, ক্যাচার ও জাল নিয়ে সাপটিকে উদ্ধার করে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা করে সুস্থ হলে আবার জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে। এভাবেই দিনের পর দিন সচেতনতার মধ্য দিয়ে বাস্তুতন্ত্র রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।
জুলফিকার মোল্যা