North 24 Parganas News: রাজ্যে মহার্ঘ, ঘোজাডাঙ্গা সীমান্তে পড়শি দেশে যাচ্ছে পেঁয়াজের সারি সারি ট্রাক
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: ভারতীয় মুদ্রায় কেজি প্রতি প্রায় ৬০ টাকা করে পেঁয়াজ পাচ্ছে বাংলাদেশী নাগরিকরা।
বসিরহাট: মহার্ঘ্য পেঁয়াজ, ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশের পথে পেঁয়াজ ভর্তি সারি সারি ট্রাক। শীতের সবজি ওঠার আগেই পেঁয়াজের দামের ঝাঁজে নাজেহাল মধ্যবিত্ত। আগুনছোঁয়া দামে হেঁশেলে তুলকালাম। অথচ ১০০ ছুঁই ছুঁই পেঁয়াজ এখন ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে বস্তাবন্দী হয়ে শতাধিক ট্রাকে বাংলাদেশে যাওয়ার অপেক্ষায়।
ভারতের মহারাষ্ট্রে এবার পেঁয়াজের ফলন যথেষ্ট কম হয়েছে। ফলে গত বছরের তুুলনায় যোগান কমেছে। তার দরুণ নাসিকের পেঁয়াজ অগ্নিমূল্য। এই অবস্থায়ও বিদেশে পাঠানো হচ্ছে পেঁয়াজ। তার উপরে বাজারগুলোতে ফোঁড়ে দালালদের উৎপাত। এ দিন ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে প্রায় শতাধিক ট্রাক পেঁয়াজ বাংলাদেশে রফতানি করা হয়েছে।
advertisement
জানা গিয়েছে, খোলা বাজারে ভারতীয় মুদ্রায় কেজি প্রতি প্রায় ৬০ টাকা করে পেঁয়াজ পাচ্ছে বাংলাদেশী নাগরিকরা। ভারতের বাজারে প্রায় কেজি প্রতি ৭০ থেকে ৯০ টাকা করে সাধারণ মানুষকে পেঁয়াজ কিনতে হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের বাজারগুলিতে যাতে কালোবাজারি না হয় তার জন্য টাস্কফোর্স গঠন করেছে রাজ্য সরকার।
advertisement
কিন্তু যেখানে সাধারণ মানুষ ৭০-৯০ টাকা করে কেজি প্রতি পেঁয়াজ কিনছে, ভারতের পেঁয়াজের এ বার উৎপাদন কম সেখানে বাংলাদেশে পেঁয়াজ রফতানি নিয়ে প্রশ্ন উঠেছে জন মহলে।
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2023 3:10 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাজ্যে মহার্ঘ, ঘোজাডাঙ্গা সীমান্তে পড়শি দেশে যাচ্ছে পেঁয়াজের সারি সারি ট্রাক