আরও পড়ুন: সাতসকালে দুয়ারে সিবিআই! নববর্ষের শুরুতেই শিরে সংক্রান্তি দাপুটে তৃণমূল নেতার
উত্তর ২৪ পরগনার শাসনের কীর্তিপুর-১ পঞ্চায়েতের কৃষ্ণমাটি গ্রামের ঘটনা। এখানে প্রায় দু'বিঘা জমিতে বর্গা চাষ করেন আবু বক্কার সিদ্দিক। মালিকপক্ষ হঠাৎ সেই জমি নিজেদের দখলে নিতে চেয়েছে বলে অভিযোগ। সেই লক্ষ্যে লাঠি, বাঁশ, কুড়ুল নিয়ে মালিকপক্ষ তাঁর পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে বলে জানান আবু বক্কার সিদ্দিক। এই ঘটনায় ওই বর্গা চাষির স্ত্রী সহ মোট পাঁচজন গুরুতর জখম হন। তাঁদেরকে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু বক্কার সিদ্দিকের দাবি, যারা হামলা করেছে তারা সবাই তৃণমূল কংগ্রেসের লোক।
advertisement
তিনি কোনও রাজনৈতিক দল করেন না জানিয়ে ওই চাষি বলেন, আজ যারা জমি দখল করতে এসেছিল সবাই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। ২০-২২ জনের দল হামলা করে। মহিলা, শিশুরাও রেহাই পায়নি। যদিও এই ঘটনার সঙ্গে দলের সম্পর্ক অস্বীকার করেছেন কীর্তিপুর-১ এর তৃণমূল অঞ্চল সভাপতি মান্নান হোসেন। তাঁর দাবি, পারিবারিক অশান্তি থেকে এই হামলা হয়েছে। এদিকে ওই জমির বর্গা চাষি এবং মালিকপক্ষ দু'জনরাই একে অপরের বিরুদ্ধে শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জিয়াউল আলম