হোম /খবর /দক্ষিণবঙ্গ /
সাতসকালে দুয়ারে সিবিআই! নববর্ষের শুরুতেই শিরে সংক্রান্তি দাপুটে তৃণমূল নেতার

CBI raid in Birbhum: সাতসকালে দুয়ারে সিবিআই! নববর্ষের শুরুতেই শিরে সংক্রান্তি দাপুটে তৃণমূল নেতার

ফাইল ছবি৷

ফাইল ছবি৷

  • Share this:

অক্ষয় ধীবর, নলহাটি: চৈত্র সংক্রান্তির দিন নিয়োগ দুর্নীতি কাণ্ডে যোগ থাকার অভিযোগে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। প্রায় চব্বিশ ঘণ্টা ধরে সেখানে তল্লাশি চলছে৷

সেই তল্লাশি চলতে চলতে বাংলা নববর্ষের প্রথ্ম দিন বীরভূমে ফের হানা দিল সিবিআই৷ এবার বীরভূমের নলহাটির প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা৷ সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও৷ তৃণমূল নেতার বাড়ি ছাড়াও নলহাটিতেই তাঁর প্রতিষ্ঠিতি একটি আশ্রমেও হানা দিয়েছে সিবিআই৷ ইতিমধ্যেই বিভাস অধিকারীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই৷ বীরভূমের পাশাপাশি কলকাতার আহমার্স্ট স্ট্রিটে বিভাস অধিকারীর ফ্ল্যাটেও পৌঁছেছেন করেছে সিবিআই৷

আরও পড়ুন: বাড়িতে সিবিআই, পুকুরে মোবাইল ফেলে দিলেন তৃণমূল বিধায়ক! বড়ঞায় বিরাট নাটক

শিক্ষা দফতরে নিয়োগ দুর্নীতির তদন্তে আগেই বিভাস অধিকারীর নাম পেয়েছিল সিবিআই৷ মূলত ২০১১ থেকে ২০১৬-এর মধ্যে নিয়োগ দুর্নীতিতে এই তৃণমূল নেতার নাম তদন্তে উঠে এসেছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর৷ বিভাস অধিকারীর বাড়ি এবং আশ্রমেও শুরু হয়েছে তল্লাশি৷

বিভাস অধিকারী বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। সিবিআই সূত্রে খবর, তিনি যখন কলেজ অ্যাসোসিয়েশনের দায়িত্ব সামলেছিলেন, তখনই প্রাথমিক নিয়োগ দুর্নীতির সিংহভাগ হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বীরভূমের নলহাটির বিভাস অধিকারীর নাম সামনে আসে। তাপস মণ্ডল দায়িত্ব পান বিভাস সরে যাওয়ার পর। বিভাস অধিকারী মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলেই পরিচিত৷ তাঁর সঙ্গে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়েরও যোগাযোগ ছিল বলে খবর৷ কলেজের এনওসি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া। কলেজে ছাত্র ভর্তির ক্ষেত্রে মাথা পিছু কমিশন ও প্রাথমিকে শিক্ষক পদে চাকরি বিক্রি সহ একাধিক অভিযোগ উঠেছে বিভাসের বিরুদ্ধে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Birbhum, CBI, Job Scam