লরি নম্বর প্লেট থেকে লরির গায়ে আঁকা যাবতীয় চিত্র মন্ডপে তুলে ধরা হয়েছে। মাথার উপরে কাঁচের বোতলের ঝাড়বাতি। মন্ডপের ভিতরে আস্ত একটা লরি, সবকিছুর সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা গড়ে তোলা হয়েছে। তাই এবছর থিমের দৌড়ে প্রতাপ সংঘ আর সবার থেকে অনেকটাই আলাদা তা বলাই যায়।
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় আতঙ্কে ফিকে জেলার আলোর উৎসব! বিক্রি নেই মোমবাতির
advertisement
নচিকেতা পাগলা জগাই গান থেকেই অনুপ্রেরণা, যেখানে নচিকেতা চক্রবর্তী লরির হেল্পারদের কথা বলার চেষ্টা করেছে। এই মন্ডপে দেখানো হয়েছে, পাগলা জগাই হাইওয়ের পাশে তারা লরির চালকের সাথে একটি ধাবায় বসে যখন চা খাচ্ছে তখন পাশেই দেখছে একটি মন্দিরে মা-র পুজো হচ্ছে। সেই প্রতিম দেখে পাগলা জগাই মনে করছে তার গ্রামের বাড়িতে কালী পুজো হচ্ছে তারা মা করতাল বাজিয়ে পুজো করছেন।
আরও পড়ুনঃ দুই প্রান্ত থেকে এসেছে জোড়া কালীপ্রতিমা, পুজো শুরু করেন সাধক বামাক্ষ্যাপার প্রধান শিষ্য
এখানে প্রতিমাকে পাগলা জগাই এর মা এর বেশ দেওয়া হয়েছে। প্রতাপ সংঘের পুজো এবছর ১৫ তম বর্ষে পদার্পণ করলো। বাজেট আট থেকে নয় লক্ষ্য টাকার মধ্যে। মন্ডপের প্রবেশ দ্বারে যারা এই মন্ডপ তৈরি করতে সহযোগিতা করেছে তাদের ছবি তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে প্রতাপ সংঘের এবছরের থিম নজর করছে দর্শনার্থীদের তা বলাই যায়।
Rudra Narayan Roy