North 24 Parganas News: ঘূর্ণিঝড় আতঙ্কে ফিকে জেলার আলোর উৎসব! বিক্রি নেই মোমবাতির

Last Updated:

আলোর উৎসবে মোমবাতি শিল্পে খাঁড়ার আঘাত ঘূর্ণিঝড় সিত্রাং এর। ইতিমধ্যেই জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি ও হাওয়ার দাপট। তাই আলোর উৎসবে মোমবাতি দিয়ে বাড়ি সাজালেও, তা জ্বালানো যাবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা।

+
মোমবাতির

মোমবাতির বিক্রি কম

#উত্তর ২৪ পরগনা : আলোর উৎসবে মোমবাতি শিল্পে খাঁড়ার আঘাত ঘূর্ণিঝড় সিত্রাং এর। ইতিমধ্যেই জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি ও হাওয়ার দাপট। তাই আলোর উৎসবে মোমবাতি দিয়ে বাড়ি সাজালেও, তা জ্বালানো যাবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আর তারপরেই সারাদেশ মেতে উঠবে আলোর উৎসবে। আর এই উৎসবে বৈদ্যুতিক লাইট ও প্রদীপের সাথে সমান ভাবে জায়গা করে নেয় মোমবাতি। সে কালী মায়ের সামনের পূজাস্থল হোক অথবা বাড়িকে আলোকিত করার জন্য হোক।
আলোর এই উৎসবে মোমবাতির চাহিদা কিন্তু থাকেই। গত দু'বছর ধরে করোনা বিধি-নিষেধ থাকায় সেইভাবে মোমবাতি বিক্রি হয়নি। তবে, চলতি বছরে দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোতে কিছুটা ব্যবসা হলেও, মোমবাতি শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ভেবেছিলেন কালী পুজোতে তারা রমরমিয়ে ব্যবসা চালাতে পারবেন। কিন্তু কালী পুজোতে একেবারে সিঁদুরে মেঘ দেখছেন বসিরহাটের মোমবাতি শিল্পীরা।
advertisement
আরও পড়ুনঃ দুই প্রান্ত থেকে এসেছে জোড়া কালীপ্রতিমা, পুজো শুরু করেন সাধক বামাক্ষ্যাপার প্রধান শিষ্য
কারণ ঘূর্ণিঝড় সিত্রাং। ইতিমধ্যে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে আজ কালী পূজার দিন সিত্রাং এর জেরে ভারি থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হওয়া বইতে পারে বসিরহাট ও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায়। ফলে মোমবাতির ব্যবহার যে একপ্রকার মানুষ করতেই পারবে না তা বোঝাই যাচ্ছে। ফলে মোমবাতি দোকানে দোকানে থাকলেও তার বিক্রি তেমনভাবে নেই। বসিরহাটের একাধিক জায়গায় রয়েছে মোমবাতি তৈরির কারখানা। ক্ষুদ্র শিল্পের এই কারখানায় মোমবাতি তৈরি করে কোন মতে নিজেদের জীবিকা নির্বাহ করেন মোমবাতি শিল্পীরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুজোর থিমে স্থান পেয়েছে গায়ক নচিকেতার 'পাগলা জগাই'! দেখতে ভিড় জনতার
এখান থেকে এই মোমবাতি চলে যায় সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ ও হাসনাবাদের মতো সুন্দরবনের একাধিক ব্লকের বিভিন্ন গ্রামে। কোনমতে পুজোর কাজ সারলেও বাড়ি আলোকিত করার জন্য কোনভাবেই এই দুর্যোগের মধ্যে মোমবাতি ব্যবহার করা সম্ভব হবে না বলেই মনে করছেন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। ফলে ঘূর্ণিঝড়ের মধ্যে দুর্যোগের আশঙ্কায় আলোর উৎসব অনেক অংশেই ফিকে হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ঘূর্ণিঝড় আতঙ্কে ফিকে জেলার আলোর উৎসব! বিক্রি নেই মোমবাতির
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement