North 24 Parganas News: পুজোর থিমে স্থান পেয়েছে গায়ক নচিকেতার 'পাগলা জগাই'! দেখতে ভিড় জনতার

Last Updated:

এবার মধ্যমগ্রাম প্রতাপ সংঘের পুজোয় একেবারে নতুন ভাবনার, থিম পাগলা জগাই। মন্ডপ খুলে দেওয়ার পর থেকেই, দর্শনার্থীদের ভিড় চোখে পড়ছে। গায়ক নচিকেতার বিখ্যাত গান 'পাগলা জগাই', সেই গান নিয়েই মধ্যমগ্রাম বসুনগর প্রতাপ সংঘ তাদের মন্ডপ ফুটিয়ে তুলেছে।

+
কালীপুজো

কালীপুজো

#উত্তর ২৪ পরগনা : এবার মধ্যমগ্রাম প্রতাপ সংঘের পুজোয় একেবারে নতুন ভাবনার, থিম পাগলা জগাই। মন্ডপ খুলে দেওয়ার পর থেকেই, দর্শনার্থীদের ভিড় চোখে পড়ছে। গায়ক নচিকেতার বিখ্যাত গান 'পাগলা জগাই', সেই গান নিয়েই মধ্যমগ্রাম বসুনগর প্রতাপ সংঘ তাদের মন্ডপ ফুটিয়ে তুলেছে। মন্ডপে একজন লরির খালাসি অর্থাৎ হেল্পারের কথা তুলে ধরা হয়েছে। হাইওয়ে ধরে চলা লরি, রাস্তার পাশে ধাবা, সেই ধাবায় বসে একটু জিড়িয়ে নেওয়া, চা খাওয়া খালাসির হাসি মুখ ফুটিয়ে তুলেছে।
লরি নম্বর প্লেট থেকে লরির গায়ে আঁকা যাবতীয় চিত্র মন্ডপে তুলে ধরা হয়েছে। মাথার উপরে কাঁচের বোতলের ঝাড়বাতি। মন্ডপের ভিতরে আস্ত একটা লরি, সবকিছুর সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা গড়ে তোলা হয়েছে। তাই এবছর থিমের দৌড়ে প্রতাপ সংঘ আর সবার থেকে অনেকটাই আলাদা তা বলাই যায়।
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় আতঙ্কে ফিকে জেলার আলোর উৎসব! বিক্রি নেই মোমবাতির
নচিকেতা পাগলা জগাই গান থেকেই অনুপ্রেরণা, যেখানে নচিকেতা চক্রবর্তী লরির হেল্পারদের কথা বলার চেষ্টা করেছে। এই মন্ডপে দেখানো হয়েছে, পাগলা জগাই হাইওয়ের পাশে তারা লরির চালকের সাথে একটি ধাবায় বসে যখন চা খাচ্ছে তখন পাশেই দেখছে একটি মন্দিরে মা-র পুজো হচ্ছে। সেই প্রতিম দেখে পাগলা জগাই মনে করছে তার গ্রামের বাড়িতে কালী পুজো হচ্ছে তারা মা করতাল বাজিয়ে পুজো করছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুই প্রান্ত থেকে এসেছে জোড়া কালীপ্রতিমা, পুজো শুরু করেন সাধক বামাক্ষ্যাপার প্রধান শিষ্য
এখানে প্রতিমাকে পাগলা জগাই এর মা এর বেশ দেওয়া হয়েছে। প্রতাপ সংঘের পুজো এবছর ১৫ তম বর্ষে পদার্পণ করলো। বাজেট আট থেকে নয় লক্ষ্য টাকার মধ্যে। মন্ডপের প্রবেশ দ্বারে যারা এই মন্ডপ তৈরি করতে সহযোগিতা করেছে তাদের ছবি তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে প্রতাপ সংঘের এবছরের থিম নজর করছে দর্শনার্থীদের তা বলাই যায়।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পুজোর থিমে স্থান পেয়েছে গায়ক নচিকেতার 'পাগলা জগাই'! দেখতে ভিড় জনতার
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement