জানা গিয়েছে, সবুজ ধ্বংসের এই বিষয়টি নিয়ে বিসি, বিডি এবং বিই ব্লকের কয়েকজন প্রতিনিধি এর আগে এনকেডিএ-র চেয়ারম্যান দেবাশিস সেনের সঙ্গে দেখা করেন। তাঁরা প্রায় তিনশো জনের গণস্বাক্ষর সহ একটি প্রতিবাদপত্র জমা দেন। কিন্তু তাতেও সিদ্ধান্ত বদলায়নি হিডকো বা এনকেডিএ। এরপরই স্থানীয় বাসিন্দারা নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
আরও পড়ুন: ফুচকা খেতে এসে থতমত কাণ্ড, ছুটতে ছুটতে দেখতে আসছে সবাই, কী কাণ্ড ঘটল?
advertisement
হিডকোর এই সিদ্ধান্তের প্রতিবাদে বিসি, বিডি ব্লক সংলগ্ন কৃষ্ণকালী কাপালি মন্দির থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন প্রবীণ নাগরিকরা। এই মিছিলে প্রবীণদের সঙ্গে সামিল হন এলাকার মহিলা ও ইয়ং ব্রিগেড। প্রায় দেড়শো মানুষের এই মিছিল নিউটাউনের রাজপথে হিডকোর বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এগিয়ে চলে। যা শেষ হয় নারকেল বাগানে হিডকো ভবনের সামনে। সবুজায়ন ধ্বংস করে আবাসন তৈরি করা চলবে না বলে তাঁরা পরিষ্কার জানিয়ে দেন। এলাকাবাসীদের তরফ থেকে আরও একটি গণ ডেপুটেশন হিডকো অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানা যায়। এই প্রতিবাদের পর হিডকো কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে নিউটাউনবাসী।
রুদ্রনারায়ণ রায়