TRENDING:

North 24 Parganas News: সবুজ ধ্বংস করে আবাসন তৈরির সিদ্ধান্তের প্রতিবাদে নিউটনে প্রবীণদের মিছিল

Last Updated:

সবুজায়ন প্রকল্প বাতিল করে আবাসন তৈরির সিদ্ধান্তের প্রতিবাদে নিউটনে পথে নামলেন প্রবীণ নাগরিকরা। তাঁদের মিছিলে যোগ দিলেন মহিলা ও শিশুরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: সবুজ ধ্বংসের প্রতিবাদে পথে নামলেন নিউটাউনের প্রবীণ নাগরিকরা। ক্যানাল ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় সবুজ ধ্বংসের কারণে হিডকো ও এনকেডিএ-র বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাঁরা। কয়েকদিন আগে জানা যায়, ক্যানাল ব্যাঙ্ক এলাকায় প্রস্তাবিত গ্রিনভার্জ উপেক্ষা করেই সেখানে আবাসন তৈরির পরিকল্পনা করছে হিডকো। এর ফলে নিউটাউন মাস্টার প্ল্যান অনুযায়ী বাগজোলা খাল সংলগ্ন যে নার্সারি বা সবুজায়নের পরিকল্পনা ছিল তা বাতিল করা হবে। এরই প্রতিবাদে পথে নামেন সেখানকার বৃদ্ধ-বৃদ্ধারা।
প্রতিবাদে রাস্তায়
প্রতিবাদে রাস্তায়
advertisement

জানা গিয়েছে, সবুজ ধ্বংসের এই বিষয়টি নিয়ে বিসি, বিডি এবং বিই ব্লকের কয়েকজন প্রতিনিধি এর আগে এনকেডিএ-র চেয়ারম্যান দেবাশিস সেনের সঙ্গে দেখা করেন। তাঁরা প্রায় তিনশো জনের গণস্বাক্ষর সহ একটি প্রতিবাদপত্র জমা দেন। কিন্তু তাতেও সিদ্ধান্ত বদলায়নি হিডকো বা এনকেডিএ। এরপরই স্থানীয় বাসিন্দারা নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

আরও পড়ুন: ফুচকা খেতে এসে থতমত কাণ্ড, ছুটতে ছুটতে দেখতে আসছে সবাই, কী কাণ্ড ঘটল?

advertisement

হিডকোর এই সিদ্ধান্তের প্রতিবাদে বিসি, বিডি ব্লক সংলগ্ন কৃষ্ণকালী কাপালি মন্দির থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন প্রবীণ নাগরিকরা। এই মিছিলে প্রবীণদের সঙ্গে সামিল হন এলাকার মহিলা ও ইয়ং ব্রিগেড। প্রায় দেড়শো মানুষের এই মিছিল নিউটাউনের রাজপথে হিডকোর বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এগিয়ে চলে। যা শেষ হয় নারকেল বাগানে হিডকো ভবনের সামনে। সবুজায়ন ধ্বংস করে আবাসন তৈরি করা চলবে না বলে তাঁরা পরিষ্কার জানিয়ে দেন। এলাকাবাসীদের তরফ থেকে আরও একটি গণ ডেপুটেশন হিডকো অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানা যায়। এই প্রতিবাদের পর হিডকো কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে নিউটাউনবাসী।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সবুজ ধ্বংস করে আবাসন তৈরির সিদ্ধান্তের প্রতিবাদে নিউটনে প্রবীণদের মিছিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল