Viral Fuchka|| ফুচকা খেতে এসে থতমত কাণ্ড, ছুটতে ছুটতে দেখতে আসছে সবাই, কী কাণ্ড ঘটল?

Last Updated:

Viral Fuchka: আলুমাখা ফুচকা নিয়েই ফুচকা গাড়ির সেন্সরের নীচে ধরলেই স্বয়ংক্রিয় মেশিন থেকে বেরিয়ে আসবে টকজল। এমনই ঘটেছে বসিরহাটের ভেবিয়ায়।

+
ফুচকা।

ফুচকা। ফাইল ছবি।

বসিরহাটঃ ফুচকার খেতে গিয়ে আর ফুচকাওয়ালা নয়, টক জল দেবে মেশিনেই। আমাদের দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড ফুচকা। কেউ তাকে আদর করে ডাকে গোলগাপ্পা, কেউ আবার বলে পানিপুরি। সর্বত্র স্বাদ যে সমান, তা একেবারেই নয়। তবে স্বাদ ‌যেমনই হোক ফুচকা খেতে সকলেই ভালবাসেন। ফুচকার থেকে লোভ সামলানো খুবই কঠিন।
তবে করোনা আবহে লকডাউনে কিছুটা ভাঁটা পড়েছিল ফুচকা বিক্রিতে। রাস্তার লোভনীয় খাবার দেখে জিভে জল আসলেও সে সময় এড়িয়ে চলেছিলেন অনেকে। তবে অতিমারীর দাপট কমতেই ফের ভিড় বেড়েছে জিভে জল আনা এই খাবারে। আর চিরকালের মতো এখনও ফুচকা খাওয়া মানেই অপেক্ষা করা।
আরও পড়ুনঃ অ্যাকয়াটিকায় অরিজিৎ-র কনসার্টের টিকিট কেটেছেন? শুধুমাত্র এ ভাবেই পৌঁছতে পারবেন, নচেৎ নয়
তবে এ বার ফুচকা খেতে আর লাইনে দাঁড়াতে হবে না। আলুমাখা ফুচকা নিয়েই ফুচকা গাড়ির সেন্সরের নীচে ধরলেই স্বয়ংক্রিয় মেশিন থেকে বেরিয়ে আসবে টকজল। এমনই ঘটেছে বসিরহাটের ভেবিয়ায়।
advertisement
advertisement
ভেবিয়ায় সাদিগাছির যুবক পঙ্কজ মল্লিক নামে এক যুবক বানিয়েছেন কনট্যাক্টলেস এই ফুচকার জলের মেশিনটি। আর যে মেশিন দেখে রীতিমত হতবাক ফুচকাপ্রেমীরা।
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Viral Fuchka|| ফুচকা খেতে এসে থতমত কাণ্ড, ছুটতে ছুটতে দেখতে আসছে সবাই, কী কাণ্ড ঘটল?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement