TRENDING:

North 24 Parganas News: ব্যবসায়ী থেকে 'সৎকার বন্ধু' সমীর! কাহিনী শুনলে অবাক হবেন

Last Updated:

North 24 Parganas News: একসময় মহিলাদের ব্লাউজের ব্যবসা ছিল তার, তবে ভাগ্যের পরিহাসে সেই ব্যবসা সঙ্গ না দিলে, এখন তিনি সংসার চালাতে হাজির শ্মশানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: একসময় মহিলাদের ব্লাউজের ব্যবসা ছিল তার, তবে ভাগ্যের পরিহাসে সেই ব্যবসা সঙ্গ না দিলে, এখন তিনি সংসার চালাতে হাজির শ্মশানে। পেট চালাতে শ্মশানে সৎকার বন্ধুর কাজ বেছে নিয়েছেন তিনি। প্রতিদিন শ্মশানে আসা মৃতদেহ সৎকার করে তবেই জীবিকা অর্জন করতে হয় গোবরডাঙ্গা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীর রায় কে। তার সঙ্গে কথা বলে জানা যায়, আর্থিক সামর্থ্য না থাকায় তেমনভাবে হয়ে ওঠেনি পড়াশোনা।
advertisement

তিন ভাইয়ের মধ্যে সে-ই সব থেকে ছোট। কোনওরকমে শুরু করেছিলেন ব্লাউজের ব্যবসা। কিন্তু, নানা কারণে ক্ষতির সম্মুখীন হয়ে ছাড়তে হয় সেই ব্যবসা। তারপর থেকেই নানাভাবে কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে পৌঁছন গোবরডাঙ্গা শ্মশানে। প্রথমে কাঠ গোছানোর মধ্যে দিয়ে শুরু করেন কাজ। সেই সময় অন্য সৎকার কর্মীর দাহকার্য দেখে যেটুকু শেখা।

আরও পড়ুন-         মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

advertisement

আরও পড়ুন-        মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

অতীতে যে শ্মশানকে কিছুটা এড়িয়ে চলতেন, আজ সেই শ্মশানেই নিজের আবেগকে চেপে রেখে সৎকার বন্ধুর কাজ করতে হচ্ছে সমীরকে। এখন শ্মশানে আসা মৃতদেহ, তাদের নাম নথিভুক্ত করা থেকে শুরু করে চিতা সাজানো সবটাই সামলান এই যুবক। কোনও একদিন শ্মশানে মৃতদেহের চাপ থাকায়, সমীরের ডাক পড়ে।

advertisement

প্রথম দিনই নিজের হাতে চারটি মৃতদেহ সৎকারের কাজ করে শুরু হয় সৎকার বন্ধু হিসাবে পথ চলা। সেই থেকে এখনও নিয়ম করে গোবরডাঙ্গা শ্মশানের সৎকার বন্ধুর কাজ করে চলেছেন সমীর রায়। তার কথায়, ‘কোন কাজই যে ছোট নয়’।

Rudra Narayan Roy

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ব্যবসায়ী থেকে 'সৎকার বন্ধু' সমীর! কাহিনী শুনলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল