Suhani Bhatnagar Death: মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Suhani Bhatnagar Death: অকালেই চলে গেলেন দঙ্গল-সিনেমার ছোট্ট ববিতা ওরফে সুহানি ভাটনগর৷ মাত্র ১৯ বছর বয়সেই সব শেষ৷ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷ সম্প্রতি অভিনেত্রীর শেষ ইনস্টাগ্রাম পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ যা দেখে চোখে জল ভক্তদের৷
বিনোদন জগতের সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ ২০২৪ সালের শুরু থেকেই একের পর এক মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিকে৷ অকালেই চলে গেলেন ‘দঙ্গল’-সিনেমার ছোট্ট ববিতা ওরফে সুহানি ভাটনগর৷ মাত্র ১৯ বছর বয়সেই সব শেষ৷ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷ তবে অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা৷
সুহানির মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়তেই সবাই হতবাক হয়ে গেছে। তাঁর পরিবার মৃত্যুর বিষয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। অভিনেত্রীর মৃত্যুতে সকলেই শোকাহত৷ অকাল মৃত্য কেউই মেনে নিতে পারছেন না৷ সম্প্রতি অভিনেত্রীর শেষ ইনস্টাগ্রাম পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ যা দেখে চোখে জল ভক্তদের৷
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় গত ২ বছর সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন না সুহানি। অভিনেত্রী তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টটি করেছিলেন ২৫ নভেম্বর, ২০২১-এ, যার ক্যাপশনে লেখা ছিল- ‘নভেম্বর??’ এই পোস্টেই ভক্তরা শোকপ্রকাশ করে মন্তব্য করেছেন৷ একজন লিখেছেন-‘আমি বিশ্বাস করতে পারছি না সে আর নেই’৷ সকলেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷
advertisement
advertisement
কী কারণে মৃত্যু হল সুহানি তা নিয়ে বাড়ছে জল্পনা৷ জানা যাচ্ছে, কিছু দিন আগেই পা ভেঙে গিয়েছিল তাঁর। তারপরই দিল্লির এইএমস-এ ভর্তি করা হয় তাঁকে। তারপরই শুরু হয় চিকিৎসা । চিকিৎসার জন্য একাধিক ওষুধ খেয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার জেরে শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। সেখান থেকেই এই তরুণ অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ফরিদাবাদের বাসিন্দা সুহানির শেষকৃত্য শনিবার সম্পন্ন হবে সেই শহরেই।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2024 4:22 PM IST