বারাসত পৌরসভা এবং রাজ্য সরকারের সহায়তায় ইতিমধ্যেই শুরু হয়েছে এই খাল সংস্কারের কাজ। সুটি খাল সংস্কারের জন্য বর্তমানে ৪৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এবং পরবর্তীতে আরো কিছু টাকা বরাদ্দ হবে বলে পুরসভা সূত্রে খবর। বারাসত ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্তর খাল সংস্কারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরাও।
advertisement
আরও পড়ুনঃ নেই পর্যাপ্ত বৃষ্টিপাত! জলের অভাবে মাথায় হাত জেলার পাট চাষীদের
এই খাল সংস্কার ও রাস্তার মেরামতি নিয়ে দীর্ঘদিন দাবি জানিয়েছিলেন এলাকাবাসীরা। তবে তাতে কোন সুরাহা মেলেনি। পরবর্তী সময়ে ভাইস চেয়ারম্যানের উদ্যোগেই মিলল সমাধান। খাল সংস্কার ও রাস্তা মেরামতির করে এলাকা বাসীদের সমস্যা মেটাতে সচেষ্ট হলেন তাপস বাবু।
আরও পড়ুনঃ জানেন কি! জল সংরক্ষণ না করলে নিউটাউনে মিলবে না বাড়ি তৈরির ছাড়পত্র
এরপর আর বাড়ি ভাঙ্গা বা রাস্তায় চলার জন্য কোন সমস্যার সৃষ্টি হবে না বলেই মনে করছেন স্থানীয়রা। কতদিনে এই সংস্কারের কাজ শেষ হয় এখন সেদিকেই তাকিয়ে সুটি খাল সংলগ্নএলাকার বাসিন্দারা।
Rudra Narayan Roy