পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতরের উদ্যোগে আত্মা প্রকল্পের মাধ্যমে হাড়োয়ার বকজুড়ি পঞ্চায়েতের মাজমপুর এলাকায় এই নতুন প্রযুক্তি ব্যবহার করে ধান চাষ শুরু করেছেন কৃষকরা। এই প্রযুক্তির মাধ্যমে মাত্র এক ঘণ্টার মধ্যে এক বিঘা জমিতে ধানের চারা রোপণ করা সম্ভব। বর্তমানে ধান চাষে খেতমজুরের অভাব দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে আধুনিক মেশিন ব্যবহার করে ধানের চারা রোপণ সহজেই করে ফেলতে পারবেন কৃষক। কৃষির আধুনিক এই যন্ত্রের মাধ্যমে চাষ করার ফলে ধান রোপণের ক্ষেত্রে অর্ধেক টাকা বেঁচে যাবে কৃষকের।
advertisement
আরও পড়ুন: সারাজীবন টাটকা থাকবে গোলাপ! সেই ফুল তৈরি করে ফিরছে হাল
বর্তমানে কৃষি কাজে শ্রমিকের আকাল। আবার তাঁদের পাওয়া গেলেও মজুরি বেশি। সেই কারণে কম খরচে ধানের চারা রোপণে মেশিন ব্যবহারে উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। এর মাধ্যমে স্বল্প সময় আর অল্প খরচে ধানের চারা রোপণ করা যায়। সে কারণে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন।
জুলফিকার মোল্লা